আয়ুষ
কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল গার্লস হোস্টেল এবং খেলার মাঠের উদ্বোধন করেছেন
শ্রী সোনওয়াল ইন্টার্নদের স্টাইপেন্ড বৃদ্ধি ঘোষণা করেছেন এবং একটি বয়েজ হোস্টেল ও অডিটোরিয়াম তৈরি করা হবে
Posted On:
08 OCT 2021 12:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৮ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি(এনআইএইচ) এর স্নাতক স্তরের ছাত্রীদের জন্য একটি হোস্টেল এবং বাস্কেট বল, ফুটবল ও ভলিবলের মাঠের উদ্বোধন করেছেন । আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
শ্রী সোনওয়াল অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানান । ১৯৭৫ সালে কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় । তিনি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে ভারতকে তার হৃত গৌরব উদ্ধার করতে হবে । ভারত মাতার মুকুটে আয়ুষ হল একটি রত্ন । সারা বিশ্বকে আয়ুষ সুস্বাস্থ্যের পথ দেখানোর ক্ষমতা রাখে ।
মন্ত্রী আরও জানান, হোমিওপ্যাথি চর্চায় পশ্চিমবঙ্গ একটি পরিচিত নাম । কেন্দ্র এর প্রসারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে । একইসঙ্গে আমাদের চিরায়ত ওষুধ প্রয়োগের বিষয়ও গুরুত্ব দেওয়া হচ্ছে । এই কারণে ১৯৯৬ সালে আয়ুষ দফতর গঠন করা হয় । সেসময় এই দফতরটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ছিল । অনুষ্ঠানে ৫০ কোটি টাকা ব্যয়ে ছাত্রদের জন্য একটি হোস্টেল তৈরির প্রস্তাব মন্ত্রী অনুমোদন করেন । এছাড়াও নতুন অডিটোরিয়াম নির্মাণ ও ইন্টার্নদের আয়ুর্বেদের মতো স্টাইপেন্ড দেওয়ার প্রস্তাবও মঞ্জুর করা হয়েছে ।
শ্রী সোনওয়াল জানান, এনআইএইচ রোগীদের উন্নতমানের চিকিৎসা দিতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে । হোমিওপ্যাথির রোগীদের সুস্থ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়েও আগামী দিনে কাজ করা উচিত । এই প্রসঙ্গে তিনি জানান, ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অ্যান্ড রুলসের নিয়মের আওতায় হোমিওপ্যাথি ওষুধের উৎপাদন ও বিক্রিকে যুক্ত করা হয়েছে । এই ওষুধের গুণমান নিয়ন্ত্রণ ও যাচাই করার জন্য ফার্মাকোপিয়া ল্যাবরেটরি ফর ইন্ডিয়ান মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি গড়ে তোলা হয়েছে । এছাড়াও কেন্দ্র সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি স্থাপন করেছে । এই প্রতিষ্ঠানটি দেশজুড়ে গবেষণার কাজ করছে, যেখানে রোগ এবং ওষুধ ভিত্তিক নানা গবেষণা করা হয় ।
মন্ত্রী জানান, ছাত্রছাত্রীদের মধ্যে হাতেকলমে প্রশিক্ষণের সঙ্গে গবেষণামূলক কাজে যুক্ত হওয়ার প্রবণতা গড়ে তুলতে হবে । এনআইএইচ এবং সিসিআরএইচ ওষুধের গবেষণার জন্য একযোগে কাজ করবে বলে তিনি আশা করেন । অনুষ্ঠানে তিনি এইআইএইচ-এর সাফল্য কামনা করেন ।
ডঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই হোমিওপ্যাথি চিকিৎসা কম খরচে করা যায় বলে উল্লেখ করেছেন । জাতি, ধর্ম, বর্ণ ও ধনি-দরিদ্র নির্বিশেষে সকলের কাছেই হোমিওপ্যাথি অত্যন্ত গ্রহণযোগ্য । চিকিৎসার এই ধারাটির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা উচিত বলে ডঃ মহেন্দ্রভাই মন্তব্য করেন । তিনি এনআইএইচ-এর ছাত্রছাত্রীদের উদ্দেশে জানান, ভারতের সবথেকে ভালো হোমিওপ্যাথ প্রতিষ্ঠান থেকে তারা পড়াশুনা করছেন । তাই নতুন ভারতের তারা অত্যন্ত মূল্যবান সম্পদ । আগামী দিনে সারা বিশ্বকে হোমিওপ্যাথ বিজ্ঞানের মাধ্যমে ভারত পথ দেখাবে বলে তিনি আশা করেন ।
CG/CB/RAB
(Release ID: 1762134)
Visitor Counter : 219