আয়ুষ
azadi ka amrit mahotsav g20-india-2023

গিলয় বা পদ্মগোলঞ্চ – এর ব্যবহার নিরাপদ : আয়ুষ মন্ত্রক

Posted On: 05 OCT 2021 3:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২১

 

সম্প্রতি কয়েকটি সামাজিক মাধ্যম ও সায়েন্টিফিক জার্নালে গুদুচির নিরাপদ ব্যবহার নিয়ে উদ্বেগের বিষয়টি আয়ুষ মন্ত্রকের নজরে এসেছে। এই প্রেক্ষিতে মন্ত্রকের পক্ষ থেকে পরামর্শ জারি করে বলা হচ্ছে যে, গুদুচি ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। তবে, গুদুচির মতো একই রকম দেখতে অন্যান্য কিছু গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত ক্ষতিকারক। গুদুচি ভেষজ উপাদান হিসাবে অধিক পরিচিত এবং গিলয় বা পদ্মগোলঞ্চ নামেও অনেকে জানেন। দীর্ঘদিন ধরে আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসাবে গিলয় ব্যবহার করা হচ্ছে। 

একাধিক জার্নাল ও সমীক্ষায় গুদুচির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে লেখা প্রকাশিত হয়েছে। ভেষজ এই উপাদানটির কার্যকরিতা ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত। প্রতিষেধক হিসাবে গুদুচির প্রয়োগ হয়ে আসছে। তাই, বিভিন্ন ক্ষেত্রে ভেষজ এই উপাদানটির প্রয়োগ নিয়ন্ত্রিত।

এটা দেখা গেছে যে, বিভিন্ন প্রজাতির টাইনোস্পোরা রয়েছে। তবে, টাইনোস্পোরা কর্ডিফোলিয়া প্রজাতির গুদুচি প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। টাইনোস্পোরা ক্রিসপার প্রজাতির মতো দেখতে একাধিক গাছ রয়েছে, যেগুলি ব্যবহারে বিরূপ প্রভাব পড়তে পারে। 

মন্ত্রকের পক্ষ থেকে পুনরায় বলা হচ্ছে যে, আয়ুর্বেদিক ওষুধ হিসাবে গুদুচি নিরাপদ ও কার্যকর। তবে, স্বীকৃত আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এর ব্যবহার প্রয়োজন। 

 

CG/BD/SB



(Release ID: 1761197) Visitor Counter : 204