নীতিআয়োগ

আইএফপিআরআই,আইআইপিএস,ইউনিসেফ এবং আইইজি- এর যৌথ উদ্যোগে নীতি আয়োগ ১৯ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 'দ্য স্টেট নিউট্রিশন প্রোফাইল' চালু করেছে

Posted On: 01 OCT 2021 12:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১অক্টোবর, ২০২১

 

আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পপুলেশন সায়েন্সেস (আইআইপিএস), ইউনিসেফ এবং ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ (আইইজি)-এর  যৌথ উদ্যোগে নীতি আয়োগ ১৯ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 'দ্য স্টেট নিউট্রিশন প্রোফাইল'( এসএনপি) চালু করেছে। গতকাল আইএফপিআরআই আয়োজিত "ভারতে পুষ্টির লক্ষ্যে অগ্রগতি : জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার অন্তর্দৃষ্টি থেকে (প্রথম-১)" শীর্ষক এক ওয়েবিনারে 'দ্য স্টেট নিউট্রিশন প্রোফাইল' প্রকাশ করেন নীতি আয়োগের অতিরিক্ত সচিব ডঃ রাকেশ সরওয়াল।

এই এসএনপি'তে যে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে,তার উপর ভিত্তি করে কার্যকরী নীতি নির্ধারণ ও গবেষণার সুযোগ তৈরি করা যাবে।জেলা জুড়ে রক্তাল্পতা, কম ওজন ও অতিরিক্ত ওজন এবং

মধুমেহ এবং উচ্চ রক্তচাপ-এর মতো বিভিন্ন রোগের বিষয়ে তথ্য বিশ্লেষণ করা হয়েছে এখানে।এর পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালো ও খারাপ অবস্থায় থাকা জেলা গুলির প্রতিবেদনও এই এসএনপি'তে স্থান পেয়েছে। প্রতিটি এসএনপি'তে শিশু, মহিলা এবং পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।ওয়েবিনারে বিভিন্ন সংস্থার  পক্ষ থেকে ২০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।এই এসএনপি বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে-

http://poshan.ifpri.info/category/publications/data-notes/  লিঙ্ক থেকে।

 

CG/SS



(Release ID: 1760165) Visitor Counter : 199