বিদ্যুৎমন্ত্রক
বন্যা নিয়ন্ত্রণের জন্য জলবিদ্যুৎ প্রকল্পগুলির বাজেট বরাদ্দর বিষয়ে বিদ্যুৎ মন্ত্রকের নীতি নির্দেশিকা প্রকাশ
Posted On:
30 SEP 2021 1:08PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩০শে সেপ্টেম্বর, ২০২১
বন্যা নিয়ন্ত্রণ এবং সড়ক ও সেতুর মত পরিকাঠামো নির্মাণে জলবিদ্যুৎ প্রকল্পগুলির জন্য বাজেট বরাদ্দের বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বিস্তারিত নীতি নির্দেশিকা প্রকাশ করেছে । মূলত মাশুল হ্রাসের উদ্দেশ্যে এই বাজেট বরাদ্দ করা হবে , যার ফলে গ্রাহকদের শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যয় হওয়া অর্থর হিসেবে টাকা দিতে হবে ।
বন্যা নিয়ন্ত্রণের জন্য বাজেট বরাদ্দঃ- নিয়ম মেনে সিডব্লিউসি-র মত প্রযুক্তিগত সংস্থাগুলি বন্যা নিয়ন্ত্রণের আর্থিক মূল্যায়ন করবে। পাব্লিক ইনভেস্টমেন্ট বোর্ড (পিআইবি) বা অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি প্রতিটি প্রকল্পর পুনর্মূল্যায়ন যথাযথ ভাবে করার পর বিদ্যুৎ মন্ত্রক এই অর্থ বরাদ্দ করবে।
পরিকাঠামোর জন্য বাজেট বরাদ্দঃ- প্রতিটি প্রকল্পের জন্য সড়ক/ সেতু সংক্রান্ত পরিকাঠামোর বিষয়ে আর্থিক মূল্যায়ন করা হবে। পাব্লিক ইনভেস্টমেন্ট বোর্ড (পিআইবি) বা অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটি প্রতিটি প্রকল্পর পুনর্মূল্যায়ন যথাযথ ভাবে করার পর বিদ্যুৎ মন্ত্রক এই অর্থ বরাদ্দ করবে।
এক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করা হবে। ১। যে সব জলবিদ্যুৎ প্রকল্পের থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, সেখানে প্রতি মেগাওয়াটের হিসেবে ১কোটি ৫০ লক্ষ টাকা এবং ২। যে সব জলবিদ্যুৎ প্রকল্পের থেকে ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হবে, সেখানে প্রতি মেগাওয়াটের হিসেবে ১কোটি টাকা এই সব সেতু বা সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হবে। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিজ্ঞপ্তি জারির দিন অর্থাৎ ২০১৯ সালের ৮ই মার্চের পর থেকে যে সব প্রকল্প শুরু হয়েছে, সেগুলির জন্যই এই অর্থ বরাদ্দ করা হবে ।
ভারতে জলবিদ্যুৎ প্রকল্পগুলি বাস্তবায়নে কেন্দ্র বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশে ৭৫ গিগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। স্বচ্ছ ও পরিবেশবান্ধব জলবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে ভারত অঙ্গীকারবদ্ধ। এর সাহায্যে জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধান করা যাবে। সরকার জলবায়ু পরিবর্তনের সমাধানের জন্য যে সব উদ্যোগগুলি নিয়েছে এর মধ্যে রয়েছেঃ- ২৫ মেগাওয়াটের বেশি জলবিদ্যুৎ প্রকল্পগুলিকে পুণর্নবীকরণযোগ্য শক্তির উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া, মাশুল কমানোর জন্য মাশুল সরলীকরণ, জলবিদ্যুৎ কেনার ক্ষেত্রে বাধ্যবাধকতা এবং সড়ক ও সেতুর মত পরিকাঠামো নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাজেট বরাদ্দ ।
CG/CB/NS/
(Release ID: 1759807)
Visitor Counter : 202