প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারতীয় নৌ-বাহিনীর সেইলিং চ্যাম্পিয়নশিপ ১-৫ অক্টোবর মুম্বাইয়ে

Posted On: 30 SEP 2021 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতীয় নৌ-বাহিনীর ওয়াটারম্যানশিপ ট্রেনিং সেন্টার সেইলিং চ্যাম্পিয়নশিপ, ২০২১ আয়োজন করছে। মুম্বাইয়ে ১-৫ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতার আয়োজন হবে। প্রতিযোগিতায় নৌ-বাহিনীর পুরুষ ও মহিলা কর্মীরা অংশগ্রহণ করবেন। বাহিনীর তিনটি কম্যান্ড - পশ্চিমাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় কম্যান্ডের সেইলররা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নৌকা চালনায় নিজেদের দক্ষতা তুলে ধরবেন।

এবারের প্রতিযোগিতায় ৯০ জনের বেশি সেইলর সাতটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতার শেষদিন, অর্থাৎ ৫ অক্টোবর বিভিন্ন বিভাগে জয়ীদের পুরস্কৃত করা হবে। 

প্রতিযোগিতার সূচনার দিন, অর্থাৎ আগামীকাল ওয়ারটারম্যানশিপ ট্রেনিং সেন্টারে ৭৫ জন সেইলর একটি কুচকাওয়াজে অংশ নেবেন। ভারতের স্বাধীনতার (আজাদি কা অমৃত মহোৎসব) ৭৫তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে নৌ-বাহিনী এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করেছে।

 

CG/BD/DM/



(Release ID: 1759738) Visitor Counter : 217