বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন সরকার দেশজুড়ে বিজ্ঞান সংগ্রহশালা গড়ে তুলবে
Posted On:
29 SEP 2021 5:31PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ সেপ্টেম্বর, ২০২১
বিজ্ঞান, প্রযুক্তি ও ভূবিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, কর্মী, জন-অভিযোগ, পেনশন, প্রধানমন্ত্রীর দপ্তর, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং বলেছেন দেশজুড়ে শিশু ও যুব সম্প্রদায়ের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য বিজ্ঞান সংগ্রহশালা তৈরি করা হবে।
শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের সঙ্গে বিজ্ঞান সংগ্রহশালাগুলির জাতীয় পরিষদের মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরের অনুষ্ঠানে ডাঃ সিং বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে পর্যটন, সংস্কৃতি ও উত্তর পূর্বাঞ্চল মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।
একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিজ্ঞানমনস্কতার ওপর গুরুত্ব দিয়ে ডাঃ সিং বলেন, বিজ্ঞানসম্মত ভাবনা এবং সমাজের বিজ্ঞানের গুরুত্বের বিষয়ে উপলব্ধি করার জন্য দেশজুড়ে বিজ্ঞান সংগ্রহশালাগুলি তৈরি করা হবে। সম্প্রতি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের ৭৬-তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ ও সেকেলে চিন্তাভাবনার বিপদের কথা উল্লেখ করেন। ডাঃ সিং বলেন, বর্তমানে ভারতে প্রয়োগের মাধ্যমে শিক্ষালাভের ওপর গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে বিজ্ঞানের বিষয়ে প্রচারে সুবিধা হবে। সারা দেশ ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যখন আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে সেই সময় এই উদ্যোগ প্রশংসনীয়। শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের উদ্যোগে আইআইটি বম্বে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভার্চুয়াল পরীক্ষাগার গড়ে তুলছে। মূলত প্রধানমন্ত্রীর উদ্যোগেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের মধ্যে যাতে বিজ্ঞানমনস্কতা গড়ে ওঠে সেই জন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে সচেষ্ট। শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং বিভিন্ন স্কুলের অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তুলেছে। এ কাজে নীতি আয়োগ সহযোগিতা করছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতে এই পরীক্ষাগারগুলি গড়ে ওঠে সরকার সে বিষয়ে সচেষ্ট।
শ্রী জি কিষাণ রেড্ডি জানান, প্রধানমন্ত্রী নাগরিকদের মধ্যে বিজ্ঞান সচেতনতা গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছেন। এরই অঙ্গ হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে বিজ্ঞান সংগ্রহশালা গড়ে তুলতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হল। এ কাজে সরকার সব রকমের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
CG/CB/NS
(Release ID: 1759730)
Visitor Counter : 228