কর্পোরেটবিষয়সংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি পর্ষদ (আইবিবিআই) চলতি বছরের পয়লা অক্টোবর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করবে

Posted On: 29 SEP 2021 12:32PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৯ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতে ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি পর্যদ (আইবিবিআই) পয়লা অক্টোবর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আর্থিক উপদেষ্টা পর্ষদের চেয়ারম্যান ডঃ বিবেক দেবরয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি ‘ফ্রম নো এক্সিট টু ইজি এক্সিট – এ কেস স্টাডি অফ আইবিসি’-র ওপর বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী রাজেশ ভর্মা, অর্থ মন্ত্রকের মুখ্য আর্থিক উপদেষ্টা ডঃ কৃষ্ণমূর্তি সুব্রমানিয়ান উপস্থিত থাকবেন।

ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি - ২০১৬ চালু হওয়ার পর পাঁচ বছরের কর্মকাণ্ড, আইবিসি ২০১৬-র ওপর ডাক টিকিট এবং এই পাঁচ বছরে পর্ষদের যাত্রা পথের ঘটনাবলি ই-বুক আকারে প্রকাশ করা হবে। অনুষ্ঠানে ঋণ পরিশোধে অক্ষমতা এবং দেউলিয়া বিধি ২০১৬ –এর ওপর আয়োজিত দ্বিতীয় জাতীয় অনলাইন ক্যুইজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ীদের পুরষ্কৃত করা হবে। 

নতুন দিল্লির লোধি রোডে ইন্ডিয়া হ্যাবিটেড সেন্টারে স্টেইন অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও এই অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ থাকছে। এর লিঙ্কটি হল - https://ibbi.gov.in/annualday2021.

উল্লেখ্য, ২০১৬ সালে দেশে ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি প্রণয়ন করা হয়। এই বিধি কার্যকর করতে ওই বছরই পয়লা অক্টোবর ভারতে ঋণ পরিশোধে অক্ষমতা ও দেউলিয়া বিধি পর্ষদ প্রতিষ্ঠিত হয়। সেকথা স্মরণে রেখেই প্রতি বছর এই দিনটি আইবিবিআই-এর প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করে থাকে। 

 

CG/SS/SKD/


(Release ID: 1759383) Visitor Counter : 346