স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৮৭ কোটি ৬৬ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ লক্ষ ১৩ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৮৩ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০, যা মোট আক্রান্তের ০.৮৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৮২ শতাংশ, যা গত ৯৬ দিন ৩ শতাংশের নীচে
Posted On:
29 SEP 2021 9:52AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,০৩,৭২,২৪৯
৮৮,৬৬,৯৪৯
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১,৮৩,৫০,৭৫৯
১,৪৯,২০,২৭৫
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৩৫,৫২,১৯,৯৭২
৭,৮৯,৫১,৬৭২
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১৫,৮২,৪০,৯৮৭
৭,৫৫,১১,৩২৭
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
১০,০৬,৭৯,৫৯৪
৫,৫৫,৪৯,৭০৬
|
মোট
|
|
৮৭,৬৬,৬৩,৪৯০
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৮৩ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৯৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।
দেশে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা পরপর ২ দিন ২০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৮২ হাজার ৫২০, যা গত ১৯৪ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৮৪ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৪ হাজার ৭১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৬ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার ১৮৫।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৮২ শতাংশ, যা গত ৯৬ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩০ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ১১৩ দিন ৫ শতাংশের নীচে।
CG/BD/SB
(Release ID: 1759338)
Visitor Counter : 210