স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৮৭ কোটি ৬৬ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ৫৪ লক্ষ ১৩ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৮৩ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৭০
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০, যা মোট আক্রান্তের ০.৮৪ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৮২ শতাংশ, যা গত ৯৬ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 29 SEP 2021 9:52AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭২,২৪৯

 

৮৮,৬৬,৯৪৯

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৫০,৭৫৯

 

,৪৯,২০,২৭৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৩৫,৫২,১৯,৯৭২

 

,৮৯,৫১,৬৭২

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৫,৮২,৪০,৯৮৭

 

,৫৫,১১,৩২৭

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১০,০৬,৭৯,৫৯৪

 

,৫৫,৪৯,৭০৬

 

মোট

 

৮৭,৬৬,৬৩,৪৯০

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.৮৩ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ৯৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

দেশে দৈনিক-ভিত্তিতে আক্রান্তের সংখ্যা পরপর ২ দিন ২০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭০ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৮২ হাজার ৫২০, যা গত ১৯৪ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৮৪ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৪ হাজার ৭১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৬ কোটি ৭৪ লক্ষ ৫০ হাজার ১৮৫।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৮২ শতাংশ, যা গত ৯৬ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৫ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৩০ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ১১৩ দিন ৫ শতাংশের নীচে।


CG/BD/SB



(Release ID: 1759338) Visitor Counter : 191