যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ : শ্রী অনুরাগ ঠাকুর

Posted On: 27 SEP 2021 9:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭শে সেপ্টেম্বর, ২০২১

 

তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর বলেছেন, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্র ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থে জম্মু-কাশ্মীরের প্রতিটি জেলায় উন্নত মানের ইন্ডোর স্টেডিয়াম তৈরি করা হবে। শ্রী ঠাকুর জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য আজ বাদগাঁওয়ে ক্রীড়া ব্যক্তিত্ব, পিআরআই, জেলা স্তরের উন্নয়ন পরিষদ ও ব্লক স্তরের উন্নয়ন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।  অনুষ্ঠানে ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। মন্ত্রী বৈদ্যুতিন পদ্ধতিতে বাদগাঁও, পুলওয়ামা এবং অনন্তনাগে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ইন্ডোর স্টেডিয়াম উদ্বোধন করেন। এই স্টেডিয়ামগুলি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও খেলোয়াড়দের অনুশীলন করতে সাহায্য করবে। মন্ত্রী জানান, ভবিষ্যতে জম্মু-কাশ্মীরের প্রতিটি জেলা তিনি পরিদর্শন করবেন এবং খেলাধুলার পরিকাঠামোর মানোন্নয়নে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে পর্যালোচনা করবেন। মন্ত্রী উচ্চাকাঙ্খী তরুণ – তরুণীদের মাদকাসক্ত না হওয়ার আবেদন জানান। তিনি বলেন, খেলাধুলা ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে এবং যে কোনো প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে।

এই অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের উপরাজ্যপালের উপদেষ্টা শ্রী ফারুক আহমেদ খান, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

CG/CB/SFS



(Release ID: 1759194) Visitor Counter : 163