স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে এ পর্যন্ত কোভিড-১৯ টিকাকরণের ৮৬ কোটিও বেশি ডোজ দেওয়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ৩৮ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
কোভিড মুক্ত হওয়ার হার বর্তমানে ৯৭.৭৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৪১ জন
ভারতে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০; মোট সংক্রমিতের 0.৮৯ শতাংশ চিকিৎসাধীন
সাপ্তাহিক সংক্রমিতের হার ১.৯৪ শতাংশ, যা গত ৯৪ দিন ধরে ৩ শতাংশের নীচে রয়েছে

Posted On: 27 SEP 2021 9:26AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২৭শে সেপ্টেম্বর, ২০২১

 

দেশে এ পর্যন্ত ৮৬,০১,৫৯,০১১ টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে  ৩৮,১৮,৩৬২জনকে।      

স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১,০৩,৭১,৪১৮ জন টিকার প্রথম ডোজ এবং ৮৮,৩৫,৩৭৭ জন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৪৯,৪৫৩ জন প্রথম ডোজ এবং ১,৪৮,৩৩,৭০৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩৪,৮২,৬৬,২১৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭,৪৫,০৮,০০৭ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৫,৬৪,৮১,৭৩১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭,৩৯,৬৯,৮০৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ৯,৯৭,৪৭,৪৬৯ জন প্রথম ডোজ এবং ৫,৪৭,৯৫,৮২৮  জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।        

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৬২১ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৭.৭৮ শতাংশ।             

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬হাজার ৪১ জন। গত ৭৮ দিন ধরে নতুন করে সংক্রমিত হচ্ছেন ৫০ হাজারেরও কম। কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মিলিত প্রয়াসের সুফল পাওয়া যাচ্ছে। দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা নিম্নমুখী। বর্তমানে ২ লক্ষ ৯৯ হাজার ৬২০ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৮৯ শতাংশ চিকিৎসাধীন।  

দেশ জুড়ে নমুনা পরীক্ষার ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। গতকাল ১১ লক্ষ ৬৫ হাজার  ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৫৬ কোটি ৪৪ লক্ষ ৮ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।    

একদিকে যখন নমুনা পরীক্ষা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার নিম্নমুখী। বর্তমানে এই হার ১.৯৪ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ২.২৪ শতাংশ। গত ২৮ দিন ধরে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশের কম আর ১১১ দিন ধরে ৫ শতাংশের কম।      

 

CG/CB/


(Release ID: 1758551) Visitor Counter : 194