আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

নগরোন্নয়ন মন্ত্রক ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত আজাদী কা অমরুত মহোৎসব উদযাপন করবে

ওই সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান- শহরকেন্দ্রিক-২ এবং অমরুত-২ এর আনুষ্ঠানিক সূচনা করবেন

Posted On: 26 SEP 2021 2:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২১

 

প্রগতিশীল ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ অভিযানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মন্ত্রকের পক্ষ থেকে 'আজাদি কা অমৃত মহোৎসব'- এর অঙ্গ হিসেবে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান- শহর কেন্দ্রিক-২ এবং অমরুত- ২ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে একে স্মরণ করে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' অভিযানের মধ্য দিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব জন উৎসবে রূপান্তরিত হয়েছে।

স্বচ্ছ ভারত অভিযানের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান- শহরকেন্দ্রিক- ২ -এর আনুষ্ঠানিক সূচনা করবেন।

মন্ত্রকে পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর স্বচ্ছতা অ্যাপ-২.০ এবং স্বচ্ছ সর্বেক্ষণ-২০২২ এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়াও 'কাচরা আলাগ করো অমৃত দিবস' উদযাপনের মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।

এর পাশাপাশি ২৮ ও ২৯ সেপ্টেম্বর সারাদেশে সার্বজনীন শৌচালয় সাফাই জন ভাগিদারী অমৃত উৎসব উদযাপন করা হবে। আগামী ২ এবং ৩ অক্টোবর সাফাই মিত্র সম্মান অমৃত সমারোহ উদযাপন করার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী অমরুত-২.০ প্রকল্পের সূচনা করবেন ১ অক্টোবর। অমরুত অর্থাৎ অটল মিশন ফর রেজুভিনেশন এন্ড আরবান ট্রান্সফর্মেশন- যেটি ২০১৫ সালের ২৫ জুন প্রথম জাতীয় জল মিশন হিসেবে সূচনা হয়েছিল। 

মধ্যক এর পক্ষ থেকে এই দিনগুলিতে বিভিন্ন কর্মশালা, প্যানেল ডিসকাশন, ওয়েবিনার, ঔষধি চারা রোপণ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1758414) Visitor Counter : 153