অর্থমন্ত্রক

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আটটি রাজ্যে ২,৯০৩ কোটি ৮০ লক্ষ টাকা মূলধনী খাতে ব্যয় অনুমোদন করেছে

Posted On: 25 SEP 2021 9:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয়বরাদ্দ দপ্তর ২০২১-২২-এর মূলধনী খাতে ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা কর্মসূচির মাধ্যমে আটটি রাজ্যে ২,৯০৩ কোটি ৮০ লক্ষ টাকা মূলধনী খাতে ব্যয়ে অনুমোদন করেছে। এছাড়াও মন্ত্রক বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, সিকিম ও তেলেঙ্গানার জন্য ১,৩৯৩ কোটি ৮৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে। 

মূলধনী খাতে ব্যয়ের বহুস্তরীয় প্রভাব এবং কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় সম্পদ যোগানোর বিষয়টিকে বিবেচনায় রেখে গত ২৯ এপ্রিল রাজ্যগুলিকে মূলধনী ব্যয়ে বিশেষ সহায়তা সংক্রান্ত কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবর্ষে রাজ্য সরকারগুলিকে সুদ ছাড়াই ৫০ বছর মেয়াদি সর্বাধিক ১৫ হাজার কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

এই কর্মসূচির তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য সহ উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ – এই দুটি পার্বত্য রাজ্যকে নিয়ে আসা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ২০০ কোটি টাকা করে এবং আসাম, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডকে ৪০০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। কর্মসূচির দ্বিতীয় পর্বে সেই সমস্ত রাজ্যগুলিকে নিয়ে আসা হয়েছে যেগুলি প্রথম পর্বে বাদ পড়েছিল। এই রাজ্যগুলিকে ২০২১-২২-এ পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী ৭,৪০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে।

কর্মসূচির তৃতীয় পর্যায়ে রাজ্যের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ / বিলগ্নিকরণের পাশাপাশি এই সংস্থাগুলির সম্পদের আধুনিকীকরণ জন্য উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে। কর্মসূচির প্রথম বা দ্বিতীয় পর্যায়ে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত হিসেবে এজন্য রাজ্যগুলিকে তহবিল যোগান দেওয়া হবে। নির্দিষ্ট করে বরাদ্দের পরিমাণ স্থির হয়নি কারণ যে যে রাজ্য প্রথমে প্রস্তাব পাঠাবে, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের তহবিল মঞ্জুর করা হবে। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক গত অর্থবর্ষে মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা কর্মসূচির সূচনা করে। কর্মসূচির আওতায় ব্যয়বরাদ্দ দপ্তর ২৭টি রাজ্যের জন্য ১১,৯১১ কোটি ৭৯ লক্ষ টাকা মূলধনী খাতে ব্যয়ের প্রস্তাব দেয়। ২০২০-২১-এ রাজ্যগুলিকে ১১,৮৩০ কোটি ২৯ লক্ষ টাকা দেওয়া হয়েছে। 

 

CG/BD/DM/



(Release ID: 1758116) Visitor Counter : 191