বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জম্বু কাশ্মীরের কৃষকদের আয় বাড়াতে সুসংহত অ্যারোমা ডেয়ারি শিল্পোদ্যোগের প্রস্তাব দিয়েছেন
Posted On:
21 SEP 2021 5:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রী শ্রী পরষোত্তম রুপালার সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে জম্মু-কাশ্মীরে কৃষকদের আয় বাড়াতে সুসংহত অ্যারোমা ডেয়ারি শিল্পোদ্যোগ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।
ডক্টর সিং, শ্রী রূপালাকে অবহিত করেছেন যে, জম্বু কাশ্মীরে পশু পালন এবং দুগ্ধজাত সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে। এই সম্পদকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় সিএস আইআরএর অ্যারোমা মিশনের সাথে যুক্ত করা যেতে পারে। যেটি বর্তমানে সেখানে কার্যকর রয়েছে। অ্যারোমা ডেয়ারি শিল্পোদ্যোগ হলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি তাঁদের জীবিকার নতুন পথ সুগম হয়ে উঠবে।
ডক্টর জিতেন্দ্র সিং বলেন যে, অ্যারোমা মিশন 'ল্যাভেন্ডার বা পারপেল মিশন' নামেও খ্যাত। যার শুরু হয়েছে জম্বু কাশ্মীর থেকে। যেসব কৃষক ল্যাভেন্ডার চাষ করতেন তাঁরা মুনাফা অর্জনের ফলে জীবনধারার মান বদলে গেছে। তাঁদের জীবনে পরিবর্তন এসেছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কৃষকদের জীবনধারার মান উন্নয়নের জন্য যে উদ্যোগ নিয়েছেন তারই অংশ হিসেবে সিএসআইআর অ্যারোমা মিশনের প্রবর্তন করে। যার উদ্দেশ্য কৃষকদের আয় বৃদ্ধি ও জীবন ধারার পরিবর্তন করা। প্রধানমন্ত্রী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে ডাক দিয়েছেন তার ওপর ভিত্তি করেই জম্মু-কাশ্মীরে কৃষকদের আয় বাড়াতে বিভিন্ন কর্মকাণ্ড চলছে।
CG/ SB
(Release ID: 1756845)
Visitor Counter : 203