আয়ুষ
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জম্মু-কাশ্মীরে এই প্রথম সরকারি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইউনানি মেডিসিন এবং সার্জারি স্নাতক পাঠ্যক্রমের সূচনা করবেন

Posted On: 16 SEP 2021 11:11AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৬ সেপ্টেম্বর, ২০২১

 

জম্মু-কাশ্মীরের গান্ধেরওয়াল জেলার নবাব বাগে এই প্রথম সরকারি ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল আগামীকাল এই হাসপাতালের ইউনানি মেডিসিন ও সার্জারির স্নাতক পাঠ্যক্রমের সূচনা করবেন। মন্ত্রী হিসেবে দায়িত্বভার নেওয়ার পর এটিই তার প্রথম জম্মু-কাশ্মীর সফর। এদিনের এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল শ্রী মনোজ সিনহা। 

আয়ুষ মন্ত্রক জম্মু-কাশ্মীরে এই ইউনানি মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকার পোষিত প্রকল্পের আওতায় মোট খরচ হওয়া ৩২.৫০ কোটি টাকার মধ্যে আয়ুষ মন্ত্রক ১৭ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এই হাসপাতালের মাধ্যমে শ্রীনগর, বারামুলা, বান্দিপোড়া সহ জম্মু-কাশ্মীরের ১৩৬টি গ্রামে প্রায় ৩ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হবে। আয়ুষ মন্ত্রক সাধারণ মানুষের কাছে মৌলিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এবং তাদের জীবনধারার সঙ্গে যুক্ত নানান রোগের চিকিৎসায় বদ্ধ পরিকর। এই কলেজে ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এখানে ৭টি চিকিৎসা বিভাগ রয়েছে।

 

CG/SS/SKD/


(Release ID: 1755572) Visitor Counter : 170