অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশাখাপত্তনম-মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের সূচনা করেছেন

Posted On: 15 SEP 2021 3:36PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫  সেপ্টেম্বর, ২০২১

 

        কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভার্চুয়ালি অন্ধ্রপ্রদেশের  বিশাখাপত্তনম এবং মহারাষ্ট্রের মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান চলাচলের সূচনা করেছেন। অনুষ্ঠানে দপ্তরের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডাঃ ভি কে সিং ও মন্ত্রকের সচিব শ্রী প্রদীপ খারোলা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে স্থানীয় বিধায়ক শ্রী বাসুপল্লি গণেশ কুমার বিশাখাপত্তনম থেকে এই অনুষ্ঠানে যোগ দেন।   

        শ্রী সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য হল দেশের বড় বড় শহরগুলির পাশাপাশি বিশাখাপত্তনমের মতো শহরগুলিতেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো, যার ফলে আর্থিক বিকাশ দ্রুত হবে। বিশাখাপত্তনমের সঙ্গে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের মধ্যে নতুন এই বিমান চলাচলের ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। উড়ে দেশ কা আম নাগরিক বা উড়ান কর্মসূচির আওতায় এই বিমান চলাচল শুরু হল। বিশাখাপত্তনম থেকে এখন ১০টি শহরে ৩০২টি বিমান চলাচল করে। এতদিন বিশাখাপত্তনম এবং মুম্বাইয়ের মধ্যে শুধু এয়ার ইন্ডিয়ার বিমান চলাচল করত। এখন থেকে স্পাইস জেটের বিমান চলাচল শুরু হল। এই বিমান সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার চলাচল করবে।

        এর ফলে দেশের প্রাচীনতম বন্দর শহর বিশাখাপত্তনমে অর্থনীতির বিকাশ ঘটবে। এই অঞ্চল পর্যটন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। এখানে সাবমেরিন মিউজিয়াম, কৈলাশ গিরি হিল পার্ক, বরা কেভস, আরাকু ভ্যালি, ইরাদা সমুদ্র সৈকত, কাতিকি জলপ্রপাত, ইক্কত শাড়ি, কাঠের খেলনা ও কলমকরি পেন্টিং পর্যটকদের কাছে আকর্ষণীয়।   

 

CG/CB/NS



(Release ID: 1755226) Visitor Counter : 153