স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ৭৩.৮২ কোটি করোনা প্রতিষেধক টিকা দেওয়া অতিক্রম করেছে

সুস্থতার হার বর্তমানে হয়েছে ৯৭.৫১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৯১
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৩,৮৪,৯২১
সুস্পষ্টভাবে মোট আক্রান্তের হার ১.১৬ শতাংশ
সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার (২.১৭%) বিগত ৭৯ দিন ধরে যা ৩ শতাংশের নিচে

Posted On: 12 SEP 2021 10:21AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ৭৩ কোটি ৮২ লক্ষ অতিক্রম করেছে।

গত ২৪ ঘন্টায় ৭২ লক্ষ ৮৬ হাজার ৮৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১। 

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ৭৩ কোটি ৮২ লক্ষ ০৭ হাজার ৩৭৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।

এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-

ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৬৩ হাজার ৭০৩ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৮৫ লক্ষ ৮৭ হাজার ৯৩৭ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৩৬ হাজার ৪৫৬ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৩৯ লক্ষ ৯১  হাজার ৪৬৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ২৯ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৮৫৬ জন প্রথম ডোজ এবং ৪ কোটি ২৮ লক্ষ ৩৮ হাজার ১০২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৪ কোটি ২৯ লক্ষ ০৮ হাজার ০২৫ জন প্রথম ডোজ এবং ৬ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ১০১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৮ কোটি ২৭ লক্ষ ২১ হাজার ৯২৫ জন প্রথম ডোজ পেয়েছেন।

দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৯১ লক্ষ ৭৬ হাজার ৮০৪ জন।

অর্থাৎ মোট ৭৩ কোটি ৮২ লক্ষ ০৭ হাজার ৩৭৮ জন টিকার ডোজ পেয়েছেন।

করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।

গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৩৪ হাজার ৮৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি,২৪ লক্ষ, ০৯ হাজার ৩৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৭.৫১ শতাংশ। 

দেশে গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ৭৭ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।

দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১। বর্তমানে মোট আক্রান্তের হার ১.১৬ শতাংশ। 

গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৫,৩০,১২৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৫৪ কোটি ১৮ লক্ষ ০৫ হাজার ৮২৯ টি নমুনা পরীক্ষা হয়েছে।

বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ২.১৭ শতাংশ। যা বিগত ৭৯ দিন ধরে ৩ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ১.৮৭ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৯৬ দিন ধরে ৫ শতাংশের নিচে রয়েছে।

 

CG/ SB



(Release ID: 1754387) Visitor Counter : 197