রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

চম্পারণ সত্যাগ্রহ এক্সপ্রেস ট্রেনের পরিষেবা বাড়িয়ে দ্বিসাপ্তাহিক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের যাত্রা সূচনা করলেন শ্রীমতী দর্শনা জার্ডস

Posted On: 10 SEP 2021 5:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২১

 

রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জার্ডস আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন দিল্লি থেকে অপরাহ্ণ ৩টের সময় চম্পারণ সত্যাগ্রহ এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেন। এখন থেকে এই ট্রেনটির সপ্তাহে দু’বার চলাচল করবে। এই উপলক্ষে বাপুধাম মতিহারি স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংসদ সদস্য এবং রেলের স্থায়ী কমিটির চেয়ারম্যান শ্রী রাধামোহন সিং আরও একটি ট্রেনের যাত্রা সূচনা করেন। অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। 

আজ, বাপুধাম মতিহারি থেকে আনন্দবিহার টার্মিনার্স পর্যন্ত বিশেষ উদ্বোধনী ট্রেন (নম্বর ০৫৫৯৫) চম্পারণ সত্যাগ্রহ এক্সপ্রেস বেলা ৩টের সময় যাত্রা সূচনা করে। ট্রেনটি সাগুলি, নারকাটিয়াগঞ্জ, হরিনগর, বাগাহা, কাপতানগঞ্জ ও গোরক্ষপুর হয়ে আগামীকাল বেলা ১২টা ১৫ নাগাদ আনন্দবিহার টার্মিনার্সে পৌঁছবে। অন্যদিকে, আনন্দবিহার টার্মিনার্স থেকে বাপুধাম মতিহারি চম্পারণ সত্যাগ্রহ এক্সপ্রেস ট্রেনটি (১৪০১০) আনন্দবিহার স্টেশন থেকে প্রতি শনি ও সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে বাপুধাম মতিহারি স্টেশনে পৌঁছবে পরদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ। ফিরতি পথে এই ট্রেনটি (১৪০০৯) বাপুধাম মতিহারি স্টেশন থেকে প্রত্যেক রবি ও মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে আনন্দবিহার স্টেশনে পৌঁছবে পরদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ। 

চম্পারণ সত্যাগ্রহ ট্রেনটির পরিষেবা বৃদ্ধির ফলে দিল্লির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং এই এলাকার মানুষ লাভবান হবেন। 

 

CG/BD/SB


(Release ID: 1753945) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi , Punjabi