স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র নতুন দিল্লিতে সিআইএসও/সিআরওএস/মধ্যস্থতাকারীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন

Posted On: 09 SEP 2021 5:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র নতুন দিল্লিতে সিআইএসও/সিআরওএস/মধ্যস্থতাকারীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন । শ্রী অজয় ​​কুমার মিশ্র তার উদ্বোধনী ভাষণে  ন্যাশনাল সাইবার ক্রাইম রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (এনসিআর ও আইসি)এর সক্রিয় ভূমিকা পালন এবং সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তার সমস্যা  মোকাবেলায়  আইন প্রণয়ণকারী সংস্থা (এলইএর)গুলির ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরো (বিপিআর অ্যান্ড ডি)এর আধুনিক বিভাগের উল্লেখযোগ্য কাজের ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন সাইবার অপরাধ রোধ ও তদন্ত চালানো একটি চ্যালেঞ্জিং কাজ।  একদিকে যেমন সাইবার স্পেস মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে ও সাইবার প্রযুক্তির উপর নির্ভরতা বাড়িয়ে তুলেছে, তেমনই অন্যদিকে নিরাপত্তা সম্পর্কিত নানান সমস্যা সম্মুখীন করে তুলেছে।তাই সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি বিশ্ব মানের  থাকা দরকার বলে তিনি জানান।  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশে তথ্য প্রযুক্তি আইনে সংশোধন করে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন এবং শক্তিশালী ইকো ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে বলেও শ্রী মিশ্র জানান।এদিনের অনুষ্ঠানে বিপিআর অ্যান্ড ডি-এর মহানির্দেশক শ্রী বালাজি শ্রীবাস্তব সাইবার অপরাধের বিষয়ে তদন্ত, ডিজিটাল ফরেনসিক এবং সাইবার অপরাধ প্রতিরোধের বিষয়ে বক্তব্য রাখেন। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) দেশের জন্য একটি নিরাপদ সাইবার স্পেস সুনিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তার সমস্যা বিরুদ্ধে লড়াই করার জন্য মন্ত্রক ২০১৮ সালে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার( ১৪সি) নামে এক বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করে ।এই ইউনিট ২০১৯ সালে সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালটি চালু করে।এছাড়াও আর্থিক জালিয়াতি রুখতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার জাতীয় হেল্পলাইন নম্বর-  ১৫৫২৬০ চালু করেছে।

 

CG/SS



(Release ID: 1753792) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Tamil