বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের পরিমাপে উদ্যোগী হন বিজ্ঞানীরা

Posted On: 09 SEP 2021 3:06PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  সেপ্টেম্বর, ২০২১

 

        ভারতীয় বিজ্ঞানীরা আন্তর্জাতিক সহযোগিতায় তেজস্ক্রিয় পদার্থের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের পরিমাপে উদ্যোগী হন। প্রথমবারের মতো সূর্য থেকে উদ্গিরিত প্লাজমার দুর্বল, তাপ বিকিরণ তাঁরা পর্যবেক্ষণ করেছেন। এর সাহায্যে সূর্যের পরিবেশ যা সৌর করোনা নামে পরিচিত তার অভ্যন্তরে কি ধরণের বিকিরণ চলছে সে বিষয়ে ধারণা পেতে সুবিধা হবে।

        সূর্য অত্যন্ত সক্রিয় একটি পদার্থ। এর করোনায় বিপুল পরিমাণে সক্রিয় গ্যাস ঘুরে বেড়ায়। সংশ্লিষ্ট অঞ্চলের তাপমাত্রা যথেষ্ট বেশি এবং চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী। সূর্যে প্রতিনিয়ত বিপুল পরিমাণ পদার্থের উদ্গিরণ হয়ে চলেছে। জ্যোর্তিবিজ্ঞানীরা নিয়মিত এই বিষয়গুলি নিয়ে চর্চা করেন। তাঁদের গবেষণার ফলে মহাকাশের তাপমাত্রা সম্পর্কে ধারণা পেতে সুবিধা হয়।   

        কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্ব শাসিত সংস্থা ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের একদল বিজ্ঞানী তাঁদের রেডিও টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের চৌম্বক ক্ষেত্র সহ প্লাজমার বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ চালান। কর্ণাটকের গৌরিবিদানুরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের রেডিও টেলিস্কোপের সাহায্য দেখা গেছে সূর্যে অতিবেগুনী রশ্মি এবং সাদা আলো তখনই দেখা যাচ্ছে যখন সূর্যের দৃশ্যমান অংশটি তাঁরা পর্যবেক্ষণ করতে পারছেন। এর সাহায্যে গবেষকরা কৃষ্ণ পদার্থ বা তাপের বিকিরণের সাহায্যে গ্যাসের থেকে দূর্বল বিকিরণের সন্ধান পান। প্রাপ্ত তথ্যের মাধ্যমে সূর্য থেকে নিঃসৃত তরঙ্গের বৈদ্যুতিক ও চৌম্বক ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা দেখেছেন,  সৌর করোনার যে অংশে প্রচুর উদ্গিরণ হচ্ছে সেই অঞ্চলের চৌম্বক ক্ষেত্রটি সৌর পৃষ্ঠ থেকে ৭ লক্ষ কিলোমিটার উপর।   

 

CG/CB /NS


(Release ID: 1753681) Visitor Counter : 309


Read this release in: English , Urdu , Hindi , Punjabi