সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি আগামীকাল রাজস্থানের বারমেরে এন এইচ- ৯২৫-এ-র সত্তা- গন্ধব প্রসারিত অংশে জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন করবেন
Posted On:
08 SEP 2021 9:17AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ সেপ্টেম্বর, ২০২১
এই প্রথম দেশে জাতীয় সড়ককে ভারতীয় বিমানবাহিনীর বিমান জরুরি অবতরণের জন্য ব্যবহার করা হবে। রাজস্থানের বারমের-এর দক্ষিনে ৯২৫-এ নম্বর জাতীয় সড়কের গন্ধব ভাকসার বিভাগে জরুরি অবতরণ ক্ষেত্র বা এমার্জেন্সি ল্যান্ডিং ফিল্ডের আগামীকাল উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। তাঁরা বিমানের জরুরি অবতরণের অনুশীলনও পর্যবেক্ষণ করবেন।
ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ৯৩৫-এ জাতীয় সড়কে তিন কিলোমিটার এলাকা ভারতীয় বিমান বাহিনীর বিমানের জরুরি অবতরণের জন্য নির্মাণ করেছে। গাগারিয়া- বাখাসর এবং সাত্তা- গন্ধব শাখায় ১৯৬.৯৭ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণের খরচ হয়েছে ৭৬৫.৫২ কোটি টাকা। ভারতমালা পরিযোজনা প্রকল্পে এটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি আন্তর্জাতিক সীমানায় অবস্থিত বারমের এবং জলরে জেলার সঙ্গে সংযোগ করবে। পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় অবস্থিত এই অংশটি ভারতীয় সেনাবাহিনীর সতর্ক প্রহরার ক্ষেত্র ছাড়াও দেশের মৌলিক কাঠামোকে শক্তিশালী করবে।
জরুরি অবতরণ স্ট্রিপ ছাড়াও ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুসারে এই প্রকল্পের কুন্দনপুরা, সিংহানিয়া ও বাখাসার গ্রামে তিনটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। জরুরি অবতরণ ক্ষেত্রটি তৈরি করতে ১৯ মাস সময় লেগেছে। এই অবতরণ ক্ষেত্রটি তৈরি শুরু হয়েছিল ২০১৯ সালের জুলাই মাসে এবং তার শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে।
CG/ SB
(Release ID: 1753327)
Visitor Counter : 276