প্রতিরক্ষামন্ত্রক

রয়াল অস্ট্রেলিয়ান নেভি এবং ভারতীয় নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া- 'অসিনন্ডেক্স'

Posted On: 06 SEP 2021 4:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০২১

 

ভারতীয় নৌবাহিনীর টাস্ক গ্রুপ নৌ জাহাজ শিবালিক এবং কদমত ফ্ল্যাগ অফিসার কমান্ডিং, ইস্টার্ন ফ্লিট, রিয়ার এডমিরাল তরুণ সোবতীর অধীনে ভারত অস্ট্রেলিয়ার যৌথ মহড়া অসিনডেক্স-এ অংশ নিয়েছে। এই যৌথ মহড়া ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এটি অসিনডেক্স-এর চতুর্থ সংস্করণ। এই মহড়ায় রয়াল অস্ট্রেলিয়ান নেভির পক্ষ থেকে আনজাক ক্লাস ফ্রিগেট এবং এইচ এম এ এস ওয়ারামুঙ্গা অংশ নিয়েছে। এই মহড়ায় অংশগ্রহণকারী নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার এবং লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই মহড়ায় অংশগ্রহণকারী ভারতীয় নৌবাহিনীর জাহাজ শিবালিক এবং কদমত সম্পূর্ণ দেশে তৈরি জাহাজ। এই যুদ্ধজাহাজ দুটি ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে বিশাখাপত্তনমে রাখা থাকে।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক মহড়া অসিনডেক্স প্রথম ২০১৫ সালে শুরু হয়

কোভিড সংক্রান্ত যাবতীয় প্রটোকল মেলে এই মহড়া আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় সাধন হবে।

 

CG/ SB



(Release ID: 1752644) Visitor Counter : 229