প্রতিরক্ষামন্ত্রক
২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্ণাটকে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল কেন্দ্রে বয়েজ স্পোর্টস কোম্পানির কুস্তি ক্রীড়া বিভাগে মহীশূর, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশের প্রতিভাবান অল্প বয়সী ছেলেদের তালিকাভুক্ত করার জন্য নির্বাচন র্যালি
प्रविष्टि तिथि:
06 SEP 2021 12:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০২১
কর্ণাটকে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল কেন্দ্রে বয়েজ স্পোর্টস্ কোম্পানিতে স্পোর্টস্ ক্যাডেট হিসাবে প্রতিভাবান ছেলেদের নির্বাচনের জন্য র্যালির আয়োজন করা হয়েছে। ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই র্যালি আয়োজিত হবে। মূলত, মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল কেন্দ্রে বয়েজ স্পোর্টস্ কোম্পানির কুস্তি ক্রীড়া বিভাগে নির্বাচনের জন্য এই র্যালির আয়োজন করা হয়েছে। ৮-১৪ বছর বয়সী ছেলেরা এতে অংশ নিতে পারবেন। ন্যূনতম চতুর্থ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ইংরাজী ও হিন্দিতে জ্ঞান থাকতে হবে। মারাঠা লাইন ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল কেন্দ্র এবং আর্মী স্পোর্টস মেডিসিন সেন্টারের বিশেষজ্ঞরা ছেলেদের মেডিকেল ফিটনেস পরীক্ষা নেবেন।
বাছাই পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই জন্মের আসল সরকারি প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা মার্কশিট, গ্রাম প্রধান অথবা স্কুল থেকে প্রকৃত ক্যারেকটার সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ১০ কপি রঙিন ছবি, জেলা অথবা তার ওপরে ক্রীড়া ক্ষেত্রে অংশ নেওয়ার আসল প্রমাণপত্র এবং আসল আধার কার্ড নিয়ে আসতে হবে। নির্বাচনী র্যালিতে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের নিজেদেরকেই থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ২৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক সকাল ৭টা -বেলা ১০টা পর্যন্ত চলবে এই র্যালি। সমস্ত প্রার্থীদের কোভিড-১৯ বিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে এবং ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর নেগেটিভ শংসাপত্র পেশ করতে হবে।
CG/SS/SB
(रिलीज़ आईडी: 1752532)