বিদ্যুৎমন্ত্রক
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির বিষয়ে পর্যালোচনা করেছেন শ্রী আর কে সিং
Posted On:
04 SEP 2021 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪ সেপ্টেম্বর, ২০২১
কেন্দ্রীয় বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবীকরণ শক্তিমন্ত্রী শ্রী আর কে সিং শুক্রবার সন্ধ্যায় কয়লা মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ, রেল এবং বিদ্যুৎ ক্ষেত্রে যুক্ত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বিস্তৃত পর্যালোচনা বৈঠক করেছেন। পাশাপাশি তিনি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুতের অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বর্ধিত বিদ্যুৎ ক্ষেত্রে চাহিদা পূরণে কয়লার মজুত ও সরবরাহ সঠিকভাবে বজায় রাখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেন তিনি। শ্রী সিং দৈনিক বিদ্যুতের প্রয়োজনীয়তা ও রাজ্য ভিত্তিক গ্রীডগুলি থেকে বিদ্যুতের চাহিদা বিষয়েও পর্যালোচনা করেন। এমনকি তিনি জলবিদ্যুৎ উৎপাদনের বিষয় নিয়েও পর্যালোচনা করেন। শ্রী আর কে সিং বিদুৎ উৎপাদনের ঘাটতির কারণ সম্পর্কেও জানতে চান। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার আগাম মজুতের সময়সীমার মাপকাঠি ১৪ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে নিয়ে আসার সম্ভাবনার ওপরও জোর দিতে বলেন আধিকারিকদের। তিনি বলেন এতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুত সুনিশ্চিত হবে।
শ্রী সিং বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য একটি পৃথক পর্যালোচনা বৈঠক করতেও রাজি হন। আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় কয়লা উৎপাদন ও ব্যবহারে জোর দিতে বলেন আধিকারিকদের। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বৈঠকে বলেন, শক্তি ক্ষেত্রের ক্রমবর্ধমান চাহিদা অর্থনীতির পক্ষে ভালো দিক এবং এটি যথেষ্ঠ উৎসাহজনক। বর্তমান সীমাবদ্ধতাগুলি মোকাবিলা করে শক্তি ক্ষেত্রের চাহিদা বৃদ্ধির সম্ভাবনার দিকেও আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেন তিনি।
CG/SS/NS
(Release ID: 1752179)
Visitor Counter : 240