বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

বস্ত্র রপ্তানির বর্তমান মূল্য ৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ গুণ বাড়িয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া : শ্রী পীযূষ গোয়েল

Posted On: 03 SEP 2021 5:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, বর্তমান বস্ত্র রপ্তানির মূল্য ৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ গুণ বাড়িয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির হয়েছে। শ্রী গোয়েল আজ দেশের বস্ত্র শিল্প ক্ষেত্রের উদ্যোগপতিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরও বলেন, ২০২১-২২-এর মধ্যে বস্ত্র ও পোশাক সহ তাঁত বস্ত্রের রপ্তানির পরিমাণ ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব পক্ষকে সমবেত ভাবে সমান প্রয়াসী হতে হবে। এই লক্ষ্যে পৌঁছোতে পারলে বস্ত্র ক্ষেত্র অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে যাবে বলে শ্রী গোয়েল অভিমত প্রকাশ করেন। 

তিনি আরও জানান, রপ্তানিকারীদের উৎসাহ ভাতা সম্পর্কিত যাবতীয় বকেয়া মিটিয়ে দিতে অর্থমন্ত্রকের সঙ্গে বস্ত্র মন্ত্রক যোগাযোগ বজায় রেখে চলেছে। তিনি জানান, বস্ত্র শিল্প ক্ষেত্রের প্রয়োজনীয়তা ও চাহিদার বিষয়গুলি নিয়ে সরকার সব সময় আলোচনায় প্রস্তুত। 

শ্রী গোয়েল আরও জানান, বস্ত্র ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহ ভাতা কর্মসূচি এবং মিত্র পার্কস কর্মসূচিতে খুব শীঘ্রই ছাড়পত্র মিলবে। তিনি বলেন, আমাদের তন্তুবায়রা কয়েক শতাব্দী প্রাচীন জ্ঞান, কর্মদক্ষতা ও পদ্ধতি কাজে লাগিয়ে আসছেন, যাতে যাবতীয় বস্ত্র ও পোশাককে সময়োপযোগী করে তোলা যায়। তিনি বলেন, ভারত বস্ত্র ও পোশাক ক্ষেত্রে যাবতীয় আন্তর্জাতিক দায়বদ্ধতা পূরণ করেছে। আর এই কারণেই ভারত বিশ্বের কাছে এক বিশ্বস্ত দেশ হয়ে উঠেছে। এক পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সদ্য সমাপ্ত আগস্ট মাসে ভারতের রপ্তানি বাণিজ্যের পরিমাণ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০২০-২১-এর তুলনায় ৪৫ শতাংশ বেশি। বস্ত্র শিল্পের সাফল্যে গর্ববোধ করে শ্রী গোয়েল বলেন, ২০২১-২২-এ বস্ত্র ও পোশাক রপ্তানির পরিমাণ ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে আমাদের সমবেত ভাবে প্রয়াস গ্রহণ করতে হবে। এই প্রেক্ষিতে তিনি বলেন, আমাদের অল্পতে নয়, বরং আরও বেশি পরিমাণে রপ্তানি বাড়িয়ে লক্ষ্য পূরণ করতে হবে। তিনি বস্ত্র শিল্প ক্ষেত্রকে বর্তমান রপ্তানির পরিমাণ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ গুণ বাড়িয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভ্যন্তরীণ উৎপাদন মূল্য যত দ্রুত সম্ভব ২৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দিতে সব পক্ষকে আরও সক্রিয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। বড় শিল্পপতিদের তিনি ছোট রপ্তানিকারীদের সাহায্যের জন্য এগিয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, সরকার ও রপ্তানিকারীরা ভারতের অগ্রগতির অন্যতম অংশীদার। এই লক্ষ্যে সরকার বস্ত্র ও পোশাক ক্ষেত্রের জন্য অনুকূল বাতাবরণ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পরিশেষে তিনি বলেন, স্থানীয় পণ্য বিশ্ব বাজারে বিপণনের লক্ষ্য পূরণে বস্ত্র ক্ষেত্রের যাবতীয় সম্ভাবনা রয়েছে। 

এই অনুষ্ঠানে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জার্ডশ, বস্ত্র সচিব শ্রী ইউ পি সিং সহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ও অগ্রণী শিল্পপতিরা উপস্থিত ছিলেন। 

 

CG/BD/AS/


(Release ID: 1752165) Visitor Counter : 165