স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ৬৬ কোটিরও বেশি কোভিড-১৯ টিকার ডোজ দিয়ে এক মাইলফলক তৈরি করেছে

Posted On: 02 SEP 2021 9:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২১

 

দেশে ৬৬ কোটিরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় ৮১ লক্ষ ৯ হাজার ২৪৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট ৬৬ কোটি ৩০ লক্ষ ৩৭ হাজার ৩৩৪টি ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার কোভিড-১৯ টিকাকরণে গতি আনতে ও পরিধি বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ। 

২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১৮১ জন করোনা থেকে আরোগ্যলাভ করেছেন। এ নিয়ে দেশে সুস্থতার সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ২৮ হাজার ৮২৫-এ দাঁড়িয়েছে। দেশে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। এ নিয়ে টানা ৬৭ দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩। সক্রিয় রোগীর হার ১.১৯ শতাংশ। 

দেশে করোনার নমুনা পরীক্ষার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৮৪ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫২ কোটি ৪৮ লক্ষ ৬৮ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। টানা ৬৯ দিন সাপ্তাহিক সংক্রমণের হার ৩ শতাংশের নীচে নেমে ২.৬২ শতাংশে দাঁড়িয়েছে। দৈনিক সংক্রমণের হার এখন ২.৮০ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ৮৭ দিন দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশের নীচে রয়েছে। 

 

CG/SS/SB


(Release ID: 1751423) Visitor Counter : 241