বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন বিজ্ঞান এবং প্রযুক্তিই হচ্ছে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের চাবিকাঠি

Posted On: 01 SEP 2021 6:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, বিজ্ঞান এবং প্রযুক্তিই হচ্ছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গঠনের চাবিকাঠি। প্রযুক্তি উন্নয়ন পরিষদ বা টেকনলজি ডেভেলপমেন্ট বোর্ড-এর ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে আজ ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন যে, প্রযুক্তি উন্নয়ন পরিষদ তরুণ উদ্যোগপতিদের কাছে সহায়ক হিসেবে সক্রিয়ভাবে পৌঁছোবে।

তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে মেধাবীদের গুরুত্বের কথা বিবেচনা করে তাদের আকৃষ্ট করতে হবে।

প্রধানমন্ত্রীর ৭৫ তম স্বাধীনতা দিবসের ভাষণের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, " আমাদের ভারতীয়দের স্বাধীনতার ৭৫ বছরটি কেবল একটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আগামী ২৫ বছরের রোড ম্যাপ নির্ধারিত করতে হবে। যাতে আমরা স্বাধীনতার শতবর্ষ সেই ভাবেই উদযাপন করতে পারি।"

আজকের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে সারস্বত, ডিপার্টমেন্ট অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের সচিব ডক্টর শেখর সি মান্ডি প্রমূখ।

প্রযুক্তি উন্নয়ন পরিষদের ২৫ বছরের সফল যাত্রার জন্য তাদের ভূমিকার প্রশংসা করে ডক্টর জিতেন্দ্র সিং বলেন, আগামী ২৫ বছরের রোডম্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্যোতির্বিজ্ঞান, ডেটা সায়েন্স, সৌরশক্তি, সবুজ হাইড্রোজেনের মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারতকে বিশ্বনেতা হিসেবে গড়ে তোলা উচিত। এদিন কেন্দ্রীয় মন্ত্রী একটি জার্নালও প্রকাশ করেন।

 

CG/ SB


(Release ID: 1751412) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi , Telugu