শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

জম্মু-কাশ্মীরে বিনিয়োগ ও ব্যবসা বিকাশের জন্য এক নতুন ভোর : শ্রী অমিত শাহ

Posted On: 31 AUG 2021 5:59PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১  অগাস্ট, ২০২১

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীরে বিনিয়োগ ও ব্যবসায়িক উন্নয়নের জন্য এক নতুন ভোরের সূচনা হয়েছে । জম্মু-কাশ্মীরে শিল্প উন্নয়নের জন্য নতুন কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এক অনলাইন পোর্টালের সূচনায় একথা জানিয়েছেন তিনি । শ্রী অমিত শাহ বলেছেন, জম্মু-কাশ্মীরে আগামী দিনে ৫০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হবে বলে আশা করা যাচ্ছে। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প, খাদ্য ও গণবন্টন এবং বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পে অনলাইন পোর্টাল চালু করা এক ঐতিহাসিক সিদ্ধান্ত । এতে সর্বত্র স্বচ্ছতা বজায় থাকবে । 

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী মনোজ সিনহা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী শ্রী সোম প্রকাশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

এই অনলাইন পোর্টালটি স্বচ্ছতার লক্ষ্যে এবং ব্যবসায়িক প্রক্রিয়াকে সহজ করে তুলতে কার্যকর করা হয়েছে । এই প্রকল্পের মূল লক্ষ্যই হল নতুন বিনিয়োগকে আকৃষ্ঠ করা এবং বর্তমান ব্যবস্থাপনায় কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং শিল্প ও পরিষেবা ক্ষেত্রে জোর দেওয়া । এতে জম্মু-কাশ্মীরের বিকাশ সম্ভবপর হবে । আশা করা যাচ্ছে যে, এই উদ্যোগ গ্রহণের ফলে জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১২-শো শিল্প সংস্থা প্রতিষ্ঠিত হবে এবং অতিরিক্ত ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ ঘটবে । কৃষি, উদ্যান পালন, রেশম চাষ, পশুপালন ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিক ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে । উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের আওতাধীন অভ্যন্তরীণ বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে উৎসাহ দানের জন্য সংশ্লিষ্ট দফতর চলতি বছরের ১৯-শে ফেব্রুয়ারী জম্মু-কাশ্মীরের শিল্প উন্নয়নের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা ঘোষণা করেছেন । পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়াকে সহজ করে তুলতে একাধিক উদ্যোগও নেওয়া হয়েছে । এতে অতীতের তুলনায় আগামীদিনে জম্মু-কাশ্মীরে নিয়োগ বৃদ্ধি পাবে । 

 

CG/SS/RAB


(Release ID: 1750949) Visitor Counter : 166