যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

ভারতের অবনী লেখারা প্রথম মহিলা শ্যুটার হিসেবে প্যারালিম্পিক্সে স্বর্ণ পদক জয় করে ইতিহাস গড়েছেন

Posted On: 30 AUG 2021 6:06PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১

 

টোকিও প্যারালিম্পিক্স গেমসে স্বর্ণ পদক জয় করে ১৯ বছর বয়সী অবনী লেখারা ইতিহাস গড়েছেন। প্রথমবার প্যারালিম্পিক্স গেমসে অংশ নিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দ্বিতীয় রাউন্ডে ৪৪৯.৬ পয়েন্ট নিয়ে এই তরুণী দেশকে স্বর্ণ পদক এনে দিয়েছেন। তাঁর স্কোর প্যারালিম্পিক্সে রেকর্ড গড়েছে এবং বিশ্ব রেকর্ডের সমতুল হয়ে উঠেছে। 

অবনী রাজস্থানে বন দপ্তরের সহকারী কনজারভেটর হিসেবে দায়িত্ব পালন করেন। জয়পুরে জেডিএ শ্যুটিং রেঞ্জে তিনি অনুশীলন করেছেন। যোগ্যতামান পর্বে ৬২১.৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করে অবনী ফাইনাল রাউন্ডে জায়গা করে নেন। ২০১২-তে এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার সময় থেকে অবনীর সঙ্গী হুইলচেয়ার। বিদ্যালয়ে বরাবর প্রথম স্থানাধিকারী অবনী এটা বিশ্বাস করেন যে, ভাল নম্বর পাওয়া যথেষ্ট নয়, সেই সঙ্গে খেলাধূলাতেও ভাল ফল করা জরুরী। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এক ট্যুইটে বলেছেন,"অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন @AvaniLekhara! স্বর্ণ পদকের জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন। এজন্য আপনাকে অভিনন্দন। এই পদক আপনারই প্রাপ্য ছিল। শ্যুটিং-এর প্রতি আপনার জেদ এই সাফল্য এনে দিয়েছে। ভারতে খেলাধুলোর ক্ষেত্রে নিঃসন্দেহে এটি বিশেষ মুহূর্ত। আপনার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।"

ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এই সাফল্যের জন্য প্যারা শ্যুটার অবনী লেখারাকে অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইটে তিনি বলেছেন, "অসাধারণ অবনী, আপনি স্বর্ণ পদক জয়ী। অলিম্পিক ও প্যারালিম্পিকে অবনী একমাত্র মহিলা, যিনি স্বর্ণ পদক জয় করে ইতিহাস গড়েছেন। ১০ মিটার এয়ার রাইফলে তিনি ২৪৯.৬ স্কোর করে প্যারালিম্পিকে রেকর্ড গড়েছেন, যা বিশ্ব রেকর্ডের সমতুল।"

এর আগে অবনী বিশ্বকাপে ২০১৭ থেকে একাধিক পদক জিতেছেন। ২০১৭-তে জুনিয়র ওয়ার্ল্ড রেকর্ড করে রৌপ্য পদক পেয়েছেন। সেবছরই ব্যাঙ্ককে ডাব্লুএসপিএস বিশ্বকাপে তিনি ব্রোঞ্জ পদক পান। ২০১৯-এ ক্রোয়েশিয়ায় ডাব্লুএসপিএস বিশ্বকাপে অবনী রৌপ্য পদক জয় করেন। চলতি বছরে ডাব্লুএসপিএস বিশ্বকাপে তিনি আরও একটি রৌপ্য পদক পান। উল্লেখ করা যেতে পারে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে অবনী টোকিও প্যারালিম্পিক্সের কোটা অর্জন করেন। 

২০১৭ থেকে অবনীকে টার্গেট অলিম্পিক পোডিয়াম (টপস) স্কিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে অবনীকে প্রশিক্ষণ থেকে ক্রীড়া সাজসরঞ্জাম সংগ্রহ প্রায় সব ক্ষেত্রেই সাহায্য দেওয়া হয়েছে। 

টোকিও প্যারালিম্পিক্সে অবনী এবার দলগত বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় নামবেন। এরপর, মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে অষ্টম রাউন্ডে এবং ৫০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে ষষ্ঠ রাউন্ডে পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন। 

 

CG/BD/AS/



(Release ID: 1750888) Visitor Counter : 311