খনিমন্ত্রক
ভারতের ভূ সর্বেক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ২৪ ঘণ্টার একটি সুনির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে
प्रविष्टि तिथि:
30 AUG 2021 7:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ আগস্ট, ২০২১
খনি মন্ত্রকের আওতাধীন ভারতীয় ভূ সর্বেক্ষণ-এর অন্যতম প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি শাখা হায়দ্রাবাদে অবস্থিত ভারতের ভূ সর্বেক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ২৪ ঘণ্টার একটি সুনির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটি হল - https://training.gsiti.gsi.gov.in/ । কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রচারাভিযানের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এটি চালু করা হয়েছে।
বিটা সংস্করণের এই ওয়েবসাইটে ৩৩ টিরও বেশি প্রশিক্ষণ পাঠক্রমের বিষয় ও ১৬৪টি বক্তৃতার ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজকর্ম, নতুন প্রশিক্ষণ কর্মসূচি, অংশগ্রহণকারীদের তালিকা নিয়মিত ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। ইতিমধ্যেই ১২ হাজার ৩৮০ জন অংশগ্রহণকারী এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করেছেন।
১৯৭৬ সালে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। গত ৪৫ বছরে হায়দ্রাবাদ, নাগপুর, লক্ষ্ণৌ, কলকাতা, শিলং, রায়পুর, জাওয়ার (রাজস্থান), চিত্রদুর্গ (কর্ণাটক) এবং কুজু (ঝাড়খণ্ড)-এ ৯টি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়ছে।
বর্তমানে ভারতের ভূ সর্বেক্ষণ কেন্দ্র বাণিজ্য ও আর্থ সামাজিক চাহিদার ওপর ভিত্তি করে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং যুগোপযোগী ভূ তাত্ত্বিক দক্ষতার বিকাশে কাজ করে চলেছে।
CG/SS/SKD/
(रिलीज़ आईडी: 1750595)
आगंतुक पटल : 265