তথ্যওসম্প্রচারমন্ত্রক

নিউজ অন এআইআর রেডিও লাইভ- স্ট্রিম- ভারতে ক্রম বিন্যাস চিত্র

এআইআর কোচি এফএম রেনবো, এফএম রেনবো দিল্লি এবং জয়পুর ক্রমবিন্যাসে এগিয়ে রয়েছে

Posted On: 27 AUG 2021 12:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ আগস্ট, ২০২১

 

সারা ভারতে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে অল ইন্ডিয়া রেডিওর নিউজ অন এআইআর অ্যাপ অত্যন্ত জনপ্রিয়। অল ইন্ডিয়া রেডিও চেন্নাই এবং আমেদাবাদকে পিছনে ফেলে মুম্বাই, দিল্লি এবং জয়পুর ক্রমবিন্যাসের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

দেশজুড়ে অল ইন্ডিয়া রেডিওর ক্রমবিন্যাসের ক্ষেত্রে এআইআর কোচি এফএম রেনবো এবং এফএম রেনবো দিল্লি একধাপ এগিয়েছে।

শহরের ক্ষেত্রে এআইআর স্ট্রিমিং-এ পুনে এবং মুম্বাইয়ের রেনবো কান্নাডা কামানবিলু অত্যন্ত জনপ্রিয়। এফএম গোল্ড দিল্লি, বেঙ্গালুরু, মাছাগান কলকাতা এবং হায়দ্রাবাদকে অনুসরণ করেছে।

প্রসার ভারতীর সরকারি অ্যাপ নিউজ অন এআইআর-এ ২৪০ টি রেডিও স্টেশন লাইভ স্ট্রিমিং করে থাকে। অল ইন্ডিয়া রেডিওর এই লাইভ স্ট্রিমিং- এ শ্রোতার সংখ্যা প্রচুর। কেবল দেশের মধ্যেই নয়, বিশ্বের ৮৫ টি দেশের ৮ হাজার শহরে এর জনপ্রিয়তা রয়েছে।

 

CG/ SB



(Release ID: 1749639) Visitor Counter : 177