তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিডি নিউজ ইউটিউবে গ্রাহক সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করেছে, প্রসার ভারতীর গ্রাহক ২০১৭ থেকে মোট ১৫ মিলিয়ন

Posted On: 26 AUG 2021 5:50PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ আগস্ট, ২০২১

 

সম্প্রচারের পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি এবং দর্শকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম গুলি দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে বিগত কয়েক বছর ধরে বিকশিত হয়েছে। যার ফলস্বরূপ গ্রাহকদের পছন্দ এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্র বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক মাইলফলকে ডিডি নিউজ ইউটিউব চ্যানেলে গ্রাহক সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করেছে।

গত জুলাই মাসে ডিডি ন্যাশনাল তার গ্রাহক সংখ্যা ৪ মিলিয়ন অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেছিল।

২০১৭ থেকে ২০২১- এর এপর্যন্ত দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও সংবাদ এবং সাধারণ ইনফোটেইনমেন্ট জুড়ে ১৫ মিলিয়নের বেশি ডিজিটাল গ্রাহককে সংযুক্ত করতে পেরেছে। কেবলমাত্র ইউটিউবে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭.৩ মিলিয়ন।

আঞ্চলিক চ্যানেল গুলির মধ্যে ডিডি চন্দনা( কান্নাডা), ডিডি সহাদ্রি( মারাঠি), ডিডি সপ্তগিরি( তেলেগু), ডিডি বাংলা, ডিডি গিরনাড়( গুজরাটি), অল ইন্ডিয়া রেডিও ইম্ফল এবং এবং নর্থ-ইস্ট সার্ভিসের গ্রাহক সংখ্যা ইউটিউবে লক্ষাধিক হয়েছে।

 

CG/ SB


(Release ID: 1749430) Visitor Counter : 129