প্রতিরক্ষামন্ত্রক

প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং শনিবার দেশে নির্মিত জাহাজ বিগ্রহকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেবেন

Posted On: 26 AUG 2021 5:11PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ আগস্ট, ২০২১

 

মূল বিষয় সমূহ-

* ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ বিগ্রহ অফশোর টহল জাহাজের সপ্তম সিরিজের অন্তর্গত।

* দেশে এই জাহাজটি নির্মাণ করেছে এল অ্যান্ড টি শিপ বিল্ডিং লিমিটেড।

* এই জাহাজে সর্বাধুনিক ফায়ার পাওয়ার লাগানো রয়েছে।

* এটি এমন ভাবে নকশা করা হয়েছে যে একটি দু- ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার ও চারটি হাই স্পিড বোর্ড রাখা যাবে।

* এটি বিশাখাপত্তনমে থাকবে এবং ইস্টার্ন সি বোর্ড দেখভাল করবে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং আগামী ২৮ আগস্ট চেন্নাইতে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জাহাজ বিগ্রহকে ওই বাহিনীর হাতে অর্পণ করবেন। এই জাহাজটি অফশোর পেট্রোল ভেসেলস সিরিজের সপ্তম তম জাহাজ। এই জাহাজটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে থাকবে এবং ইস্টার্ন সি বোর্ড এটির দেখভাল করবে ‌

এই জাহাজটি মোট ৯৮ মিটার দীর্ঘ যাতে ১১০ জন নাবিক থাকতে পারবেন। দেশে এটি লার্সেন এন্ড টুব্রো শিপবিল্ডিং লিমিটেড নির্মাণ করেছে।

জাহাজটিতে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে রাডার, নেভিগেশন থেকে শুরু করে সেন্সর লাগানো রয়েছে। জাহাজটির মধ্যে অত্যাধুনিক বোফর্স কামান ছাড়াও স্বয়ংক্রিয় বন্দুক এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে।

এই জাহাজটির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি দ্বি ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার এবং চারটি হাই স্পিড বোর্ড জাহাজে রাখা যাবে।

এই জাহাজটি সমুদ্রে নজরদারি চালানো ছাড়াও অন্যান্য সুরক্ষার কাজে মোতায়েন করা হবে।

জাহাজটির হস্তান্তর অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শ্রী এম কে স্ট্যালিন ছাড়াও সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর মহা নির্দেশক শ্রী কে নটরাজন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

 

CG/ SB



(Release ID: 1749428) Visitor Counter : 191