পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

পঞ্চায়েতিরাজ মন্ত্রকের পক্ষ থেকে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে " জিরো হাঙ্গার বাই ২০৩০" বিষয়ক ওয়েবিনারের আয়োজন করেছে

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং ২৩ আগস্ট এই ওয়েবিনারের উদ্বোধন করবেন

Posted On: 21 AUG 2021 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ আগস্ট, ২০২১

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে পঞ্চায়েতিরাজ মন্ত্রকের পক্ষ থেকে একটি জাতীয় পর্যায়ের ওয়েবিনারের ব্যবস্থা করেছে। এ বিষয় হচ্ছে- "ধারাবাহিক উন্নয়নের লক্ষ্য গুলির স্থানীয় করণ এবং পঞ্চায়েতের ভূমিকা- লক্ষ্য নম্বর-২ জিরো হাঙ্গার বা ভুখা মুক্ত সমাজ ব্যবস্থা।" আগামী ২৩ আগস্ট পঞ্চায়েতিরাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং এই ওয়েবিনারের উদ্বোধন করবেন। ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাতিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সারাদিন ব্যাপী ওই ওয়েবিনারে ক্ষুধা মোকাবিলায় ভারতের অবস্থান সম্পর্কে তৃণমূল স্তর পর্যন্ত বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, উদ্ভাবনীমূলক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হবে। যা ২০৩০ সালের মধ্যে জিরো হাঙ্গার বা ভুখা মুক্ত ভারত নিশ্চিত করতে সক্ষম করবে।
এই ওয়েবিনারের লিংকটি হচ্ছে- https://webcast.gov.in/moor/
২৩ আগস্ট সকাল দশটা থেকে এই লিংকে গিয়ে ওয়েবেনারটি দেখা যাবে।

CG/ SB

 


(Release ID: 1747903) Visitor Counter : 268