প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কোঙ্কন মহড়া ২০২১

प्रविष्टि तिथि: 21 AUG 2021 10:02AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২১শে আগস্ট, ২০২১

২০২১ এর কোঙ্কন মহড়ার অঙ্গ হিসেবে ইংলিশ চ্যানেলে ১৬ই আগস্ট আইএনএস তাবার এবং এইচএমএস ওয়েস্টমিন্সটার অংশ নিয়েছে। মহড়ায় দুটি রণতরীর হেলিকপ্টার এবং ফ্যালকন ইলেকট্রনিক যুদ্ধবিমান অংশ নেয়। মাঝ সমুদ্রে ডুবোজাহাজ প্রতিরোধী ব্যবস্থাপনা, গুলিবর্ষণের মধ্য দিয়ে অভিযান, বিভিন্ন রণকৌশল , সামুদ্রিক নানান অভিযানের ছবি প্রদর্শনী নিয়ে আলোচনা হয়।
এর পাশাপাশি বন্দরে পেশাদারী নানা উদ্যোগ প্রদর্শিত হয়েছে। এ বছরের কোঙ্কন মহড়ার মধ্য দিয়ে দুই নৌ বাহিনীর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।

CG/CB


(रिलीज़ आईडी: 1747861) आगंतुक पटल : 263
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil