আদিবাসীবিষয়কমন্ত্রক

যুব বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের জুনিয়র এবং ক্যাডেট দল সর্বোচ্চ ১৫ টি পদক জয় করেছে

১৫ টির মধ্যে ৮ টি সোনা এবং ২ টি রৌপ্য পদক রয়েছে
দুটি নতুন যুব বিশ্বরেকর্ড গড়া হয়েছে

Posted On: 17 AUG 2021 6:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ আগষ্ট, ২০২১

উল্লেখযোগ্য বিষয় সমূহ-
* পোল্যান্ডের রোকলোতে আয়োজিত যুব বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতের সবচেয়ে বেশি ১৫ টি পদক জয়, ৯ থেকে ১৫ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
* ভারতের ১৫ টি পদকের মধ্যে ৮ টি সোনা, ২ টি রুপা এবং ৫ টি ব্রোঞ্জ পদক রয়েছে, যুব বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে এ যাবদ ভারতের সবচেয়ে সেরা খেলা
* ভারতের পদক প্রাপ্ত পাঁচজন যুব তীরন্দাজ সিনিয়র টিমে অন্তর্ভুক্ত হয়েছে, এরা আগামী সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবে
* দীপিকা কুমারীর পর কোমালিকা বারি দ্বিতীয় ভারতীয় যিনি ক্যাডেট এবং জুনিয়র রিকার্ভ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন
১৫ আগস্ট সারা দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এর পাশাপাশি এই সময়টাতে ভারতের জুনিয়র এবং ক্যাডেট তীরন্দাজরা ব্যাপক সফলতা অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করেছে। গত ৯ থেকে ১৫ আগস্ট পোল্যান্ডের রোকলোতে অনুষ্ঠিত হয়েছে যুব বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ।
ভারতের জুনিয়র এবং ক্যাডেট তীরন্দাজরা ১৫ টি পদক জয়লাভ করেছে। যা এই প্রথম। এই পদকের তালিকা রয়েছে ৮ টি সোনা, ২টি রুপা এবং ৫ টি ব্রোঞ্জ।
ভারতের তীরন্দাজি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি এবং কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা আজ নতুন দিল্লিতে পদকজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানিয়েছেন। এই দলটি আজই দিল্লি ফিরেছে।

CG/ SB

 



(Release ID: 1746913) Visitor Counter : 180