বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইউএনডব্লুজিআইসি ভারতে আয়োজনের খবরে আন্তর্জাতিক ভূ-স্থানিক তথ্য সংগ্রাহকরা উৎসাহিত

Posted On: 17 AUG 2021 4:49PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ই আগস্ট, ২০২১

ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড জিও স্পেসিয়াল ইনফরমেশন কংগ্রেস (ইউএনডব্লুজিআইসি) আগামী বছর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ভূ-স্থানিক তথ্য সংগ্রাহকরা এই সংবাদে উৎসাহিত। এই কংগ্রেস আয়োজনের জন্য তথ্য সংগ্রাহকদের পরামর্শ নিতে ১৬ই আগস্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূ-স্থানিক তথ্য ব্য়বস্থাপনার উপর রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির একাদশ অধিবেশনের ফাঁকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছর হায়দ্রাবাদে আয়োজিত কংগ্রেসে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা সকলকে স্বাগত জানান।
তিনি বলেন, ভারতে ভূ-স্থানিক নীতির উদারিকরণের ফলে এর সুফল পাওয়া যাচ্ছে। শহর এবং গ্রামাঞ্চলে সকলের কাছে ভূ-স্থানিক তথ্য সহজেই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য অর্জনে রাষ্ট্রসংঘের মূল লক্ষ্য হল, কেউই যেন উন্নয়নের সুফল থেকে বাদ না পড়েন। প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রের সঙ্গে এই নীতির মিল আছে। ভূস্থানিক তথ্যের সাহায্যে কেন্দ্রের স্বামীত্ব প্রকল্পে গ্রামের জনসাধারণ উপকৃত হচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের জমির মালিকরা তাদের জমির বিষয়ে ডিজিটাল শংসাপত্র পেয়ে থাকেন।
রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভৃ-স্থানিক তথ্য ব্য়বস্থাপনার উন্নতি ঘটাতে প্রতি চার বছর অন্তর এই কংগ্রেসের আয়োজন করা হয়। ২০১৮র অক্টোবরে চীনে প্রথম কংগ্রেসের আয়োজন করা হয়েছিল। ভারতের ৭৫তম স্বাধীনতা বর্ষপূর্তির অঙ্গ হিসেবে আজাদি কা অমৃত মহোৎসব দেশজুড়ে পালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ২০২২এর অক্টোবরে হায়দ্রাবাদে ইউনাইটেড ন্যাশন ওয়ার্ল্ড জিও স্পেসিয়াল ইনফরমেশন কংগ্রেসের আয়োজন করা হবে।

CG/CB/SFS


(Release ID: 1746910) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Hindi