আয়ুষ
ভারতে মোরারজী দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠান হার্ভার্ডের মত বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে : শ্রী সর্বানন্দ সোনোয়াল
জাতীয় স্তরের এই যোগ প্রতিষ্ঠানটিতে আয়ুষ মন্ত্রী হিসেবে শ্রী সর্বানন্দ সোনোয়ালের প্রথম সফর
Posted On:
16 AUG 2021 7:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ আগস্ট, ২০২১
মোরারজী দেশাই জাতীয় যোগ শিক্ষাপ্রতিষ্ঠানটির মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মত যোগ শিক্ষার ক্ষেত্রে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হয়ে উঠার সম্ভাবনা রয়েছে বলে আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল অভিমত প্রকাশ করেছেন। আয়ুষ মন্ত্রী হিসেবে শ্রী সোনোয়াল এই প্রথমবার জাতীয় স্তরের এই প্রতিষ্ঠানটি সফরে গিয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। মোরারজী দেশাই জাতীয় যোগ শিক্ষা প্রতিষ্ঠান সারা বিশ্বে ছাত্র-ছাত্রীদের কাছে পয়লা নম্বর প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে। এজন্য আমাদের সারা বিশ্বজুড়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি হার্ভার্ডের মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, তাহলে আমরা পারবো না কেন? এই অভিমত প্রকাশ করে শ্রী সোনোয়াল আরও বলেন, প্রতিষ্ঠানটি যোগ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সমগ্র বিশ্ব থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রীকে ভারতে আসতে উৎসাহিত করতে পারে।
আয়ুষ মন্ত্রী জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে বিশ্বব্যাপী প্রয়াস গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। সৌন্দর্যময় দেহ ও সুস্বাস্থ্যের খোঁজে সারা বিশ্বের মানুষ ভারতের দিকে তাকিয়ে রয়েছেন। বর্তমানে জাতীয় স্তরের এই যোগ শিক্ষা প্রতিষ্ঠানটিতে পঠন-পাঠনের পাশাপাশি প্রশিক্ষণ, চিকিৎসা ও ওষুধপত্র এবং গবেষণা নিয়ে কাজ চলছে। তাই বিশ্ববিদ্যালয়ের মত এই প্রতিষ্ঠানটিতে ছাত্রাবাস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া যেতে পারে। প্রকৃত অর্থেই ছাত্রাবাস গড়ে তুলতে পারলে প্রতিষ্ঠানটির গুরুত্ব ও তাৎপর্য আরও বাড়বে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
আয়ুষ মন্ত্রী প্রতিষ্ঠানটির সব শ্রেণীকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন। তাদের সঙ্গে কথা বলার সময় আয়ুষ মন্ত্রী জানান, তিনি রোজ সকালে প্রায় ৩০ মিনিট যোগ চর্চা করেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার পর শ্রী সোনোয়াল প্রতিষ্ঠানটির গ্রন্থাগার, ধ্যান চর্চা কেন্দ্র এবং ক্যাম্পাস ঘুরে দেখেন।
মোরারজী দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে আধা-সামরিক বাহিনীর ১৮ হাজার জওয়ানকে যোগ প্রশিক্ষণ দিয়েছেন বলে প্রতিষ্ঠানের অধিকর্তা ডঃ ঈশ্বর ভি বাসাভার্দি জানান। তিনি আরও বলেন, তিহার সংশোধনাগারে বন্দী ও আবাসিকদের জন্য যোগ চর্চার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডঃ বাসাভার্দি বলেন, যোগ চর্চা আমাদের জীবনে নতুন দিশা দেখায়। তাই, একে আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলা উচিত।
CG/BD/AS/
(Release ID: 1746524)
Visitor Counter : 204