তথ্যওসম্প্রচারমন্ত্রক
নিউজ অন এআইআর রেডিও লাইভ-স্ক্রিনিং-এ ভারতের সবথেকে জনপ্রিয় বেতার অনুষ্ঠান- ভোলে বিসরে গীত
Posted On:
16 AUG 2021 11:39AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ আগস্ট, ২০২১
নিউজ অন এআইআর-এ জনপ্রিয় বেতার অনুষ্ঠানগুলির তালিকায় বিবিধ ভারতী শীর্ষস্থান দখল করেছে। বিবিধ ভারতী ন্যাশনাল চ্যানেলের তিনটি অনুষ্ঠান ভোলে বিসরে গীত, কুছ বাতো কুছ গীত এবং বিবিধ ভারতী কি রঙ্গোলী সবথেকে জনপ্রিয়।
আকাশবাণীর লাইভ স্ক্রিনিং অনুষ্ঠানের জনপ্রিয়তায় প্রথম ১০টি শহরের মধ্যে পাটনাকে সরিয়ে লক্ষ্ণৌ স্থান করে নিয়েছে। এফএম গোল্ড দিল্লীর অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাওয়ায় এই কেন্দ্র তিন ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছে। রেইনবো কান্নাডা কামনবিলু চতুর্থ থেকে সপ্তম এবং এফএম রেইনবো দিল্লী সপ্তম থেকে দশম স্থানে নেমে গেছে।
আকাশবাণীর ২৪০টি বিভাগের অনুষ্ঠান নিউজ অন এআইআর অ্যাপ এবং প্রসার ভারতীর সরকারি অ্যাপে লাইভ স্ক্রিনিং হয়। নিউজ অন এআইআর অ্যাপের শ্রোতা ভারতের পাশাপাশি পৃথিবীর ৮৫টি দেশে ৮ হাজার শহরে জনপ্রিয়। ১৬ই জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আকাশবাণীর নিউজ অন এআইআর অ্যাপের লাইভ স্ক্রিনিং ভারতের যেসব শহরে জনপ্রিয় সেগুলির তালিকা সহ অন্যান্য অনুষ্ঠানের জনপ্রিয়তার তালিকা দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন- https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746281
CG/CB/NS
(Release ID: 1746396)
Visitor Counter : 189