জাহাজচলাচলমন্ত্রক
জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টে মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি
Posted On:
15 AUG 2021 11:04AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ আগস্ট, ২০২১
ভারতের অগ্রণী কন্টেনার পরিচালন বন্দর জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে জন শিক্ষণ সংস্থানের সঙ্গে সহযোগিতায় মহিলাদের জন্য একটি বৃত্তিমূলক কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির সূচনা করেন জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান শ্রী সঞ্জয় শেঠী। মুম্বাইয়ে নবীন শিবা গ্রামপঞ্চায়েতে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়।
জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় রায়গড় জেলায় এক হাজার জন সুফলভোগীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শিবির আয়োজন করার জন্য ৫০ লক্ষ টাকা মঞ্জুর করেছে। দীর্ঘ ৩ মাস ব্যাপি এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে মহিলাদের দক্ষতা উন্নয়ন এবং পেশাভিত্তিক দক্ষতা বিকাশে গুরুত্ব দেওয়া হবে। যাতে তারা শীঘ্রই কর্মজীবনের মূল স্রোতের সঙ্গে যুক্ত হতে পারেন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে যেসমস্ত পাঠ্যসূচি রয়েছে সেগুলি হল সৌন্দর্য সংস্কৃতি এবং স্বাস্থ্য পরিচর্যা, নার্সিংহোমের সহায়িকা, স্যানিটারি প্যাড তৈরি, শাক-সব্জি ও মাছ শুকানো, ওয়ার্লি পেন্টিং, ধূপকাঠি তৈরি প্রভৃতি।
প্রথম পর্যায়ে ইতিমধ্যে জন শিক্ষণ সংগঠন রায়গড় জেলায় ১৮টি কোর্সে ৪৫০ জন সুফলভোগীকে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমান বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে এই জেলার প্রায় ৪০০ জন সুফলভোগীকে ১৬টি পৃথক কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রকের একটি স্বেচ্ছাসেবী সংস্থা জন শিক্ষণ সংস্থান। এই সংস্থাটি দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির সঙ্গে যুক্ত রয়েছে। এমনকি, এই সংস্থাটি ৪০টির বেশি বৃত্তিমূলক কোর্সে ২৮ হাজারের বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে।
CG/BD/AS
(Release ID: 1746164)
Visitor Counter : 230