খনিমন্ত্রক
চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনায় কলকাতায় ভারতীয় ভূ-বৈজ্ঞানিক সর্বেক্ষণ দপ্তরে ৭৫তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে
Posted On:
15 AUG 2021 2:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ই আগস্ট, ২০২১
খনি মন্ত্রকের অধীনস্থ প্রথম সারির ভূ-বৈজ্ঞানিক গবেষণা সংস্থা ভারতীয় ভূ-বৈজ্ঞানিক সর্বেক্ষণের কলকাতার সদর দপ্তরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সংস্থার মহানির্দেশক শ্রী রাজেন্দ্র সিং গরখল জাতীয় পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বৃটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য যে সব স্বাধীনতা সংগ্রামী প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তিনি তাঁদের শ্রদ্ধা জানান। মহানির্দেশক জানান, ভারতীয় ভূ-বৈজ্ঞানিক সর্বেক্ষণ বর্তমানে ন্যাশনাল অ্যারো জিও ফিজিক্যাল ম্যাপিং এবং উপগ্রহ মারফৎ ভূগর্ভে কোথায় খনিজ সম্পদ সঞ্চিত আছে, তা অনুসন্ধান করে দেখার কাজ করছে। এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি বিভিন্ন রাজ্যে খনিজ সম্পদের ভান্ডার শনাক্ত করে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির কাছে প্রতিবেদন জমা দেয়। ১৮৫১ সালে মূলত রেলের জন্য কয়লার অনুসন্ধান করতে যে সংস্থাটি তৈরি করা হয়, আজ সেই সংস্থা ভূ-বিজ্ঞানে বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে।
স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সদর দপ্তরে শ্রী গরখেলের সঙ্গে দুই অতিরিক্ত মহানির্দেশক ড. এস রাজু এবং শ্রী মহাদেব মারুতি পাওয়ার ৭৫টি চারাগাছ রোপন করে। কলকাতা সদর দপ্তর ছাড়াও ভারতীয় ভূ-বৈজ্ঞানিক সর্বেক্ষণের লক্ষ্মৌ, জয়পুর, নাগপুর, হায়দ্রাবাদ এবং সিলং-এ আঞ্চলিক দপ্তর রয়েছে। এছাড়াও প্রতিটি রাজ্যে একটি করে শাখা কার্যালয় আছে।
CG/CB/SFS
(Release ID: 1746144)
Visitor Counter : 274