উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপ রাষ্ট্রপতির

Posted On: 14 AUG 2021 2:41PM by PIB Kolkata

নতুন দিল্লি,১৪ আগস্ট, ২০২১

 

উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন-

“স্বাধীনতা দিবসের আনন্দময় অনুষ্ঠান উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।

আমরা যখন স্বাধীনতার ৭৫ তম বছরে পদার্পণ করছি, আসুন আমরা আমাদের বীর নেতাদের অসংখ্য বীরত্বপূর্ণ আত্মত্যাগকে স্মরণ করি, যারা দেশকে স্বাধীন করতে সফল হয়েছিলেন এবং আমাদের স্বপ্নের ভারত গড়ার জন্য সংগ্রাম করার সংকল্প করেছিলেন।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষ্যে, আমাদের এটাও মনে রাখতে হবে যে, দেশের অগ্রগতি এবং কল্যাণ নির্ভর করে প্রতিটি ব্যক্তির কাছে উন্নয়নের সুবিধা পৌঁছে যাওয়া এবং জীবনের মর্যাদা সুনিশ্চিত করার মাধ্যমে। এই প্রাতিষ্ঠানিক বিশ্বাসের পেছন আমাদের 'শেয়ার এবং কেয়ার' এর সভ্যতার মূল্য রয়েছে।  আমাদের সকল নাগরিকের ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধের সুরক্ষার জন্য মহান সাংবিধানিক আদর্শ অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে।

স্বাধীনতা দিবসের এই আনন্দদায়ক অনুষ্ঠান উপলক্ষে, আসুন আমরা আবারও আমাদের অন্তর্নিহিত শক্তিকে পুনরায় জাগ্রত করা, আমাদের দেশবাসীর বিপুল সম্ভাবনাকে উপলব্ধি করা এবং ভারতকে তার সঠিক স্থান দেওয়ার জন্য নিজেকে উৎসর্গ করার সংকল্প করি। "

 

CG/SS


(Release ID: 1745857) Visitor Counter : 286