ইস্পাতমন্ত্রক

জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে সেরা কিউ ওয়ান কর্মদক্ষতা অর্জন করেছে

Posted On: 14 AUG 2021 10:35AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ আগস্ট, ২০২১

 

ইস্পাত মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন ৮.৯১ মিলিয়ন টন লোহা উৎপাদন করে তা বিক্রি করেছে।

২০২১ অর্থবছরে উৎপাদনের পরিমাণ ছিল ৬.৬১ মিলিয়ন টন। বিক্রির পরিমাণ ৬.২৮ মিলিয়ন টন। টার্নওভার হয়েছে ১৯৩৮ কোটি টাকা। কর প্রদেয়র আগে লাভ ৭৫৯ কোটি টাকা। কর প্রদানের পর লাভ ৫৩৩ কোটি টাকা।

অন্যদিকে, ২০২২ অর্থবছরে উৎপাদনের পরিমাণ ৮.৯১ মিলিয়ন টন। বিক্রি হয়েছে ৯.৪৫ মিলিয়ন টন। টার্নওভার ৬৫১২ কোটি টাকা। কর প্রদেয়র আগে লাভ ৪২৬৩ কোটি টাকা। কর প্রদেয়র পরে লাভ ৩১৯৩ কোটি টাকা।

এই কর্মদক্ষতা সম্পর্কে মন্তব্য করে সংস্থাটির চিফ ম্যানেজিং ডিরেক্টর শ্রী সু্মিত দেব বলেছেন যে, সরকারি প্রচেষ্টায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই ধরনের সাফল্য এসেছে।

 

CG/ SB



(Release ID: 1745848) Visitor Counter : 192


Read this release in: English , Urdu , Hindi , Punjabi