স্বরাষ্ট্র মন্ত্রক
স্বাধীনতা দিবস ২০২১ উপলক্ষে ১,৩৮০ জন পুলিশকর্মীকে পদক দিয়ে পুরস্কৃত
Posted On:
14 AUG 2021 11:27AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ আগস্ট, ২০২১
স্বাধীনতা দিবস ২০২১ উপলক্ষে ১,৩৮০ জন পুলিশকর্মীকে পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। এরমধ্যে অসীম সাহসিকতার নিদর্শন হিসেবে ২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক এবং ৬২৮ জনকে পুলিশ পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পদক পাচ্ছেন ৮৮ জন পুলিশকর্মী। অন্যদিকে, কর্তব্যে বিচক্ষণতা ও পারদর্শিতার স্বীকৃতি হিসেবে ৬৬২ জনকে পুলিশ পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে।
অসীম সাহসিকতার নিদর্শন স্বরূপ যে ৬২৮ জন পুলিশকর্মী পদক পাচ্ছেন, তাদের মধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশের ১ জন এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর ১ জনকে মরণোত্তর রাষ্ট্রপতির পুলিশ পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। জম্মু-কাশ্মীর অঞ্চলে অনন্য সাহসিকতার নিদর্শন হিসেবে ৩৯৮ জন পুলিশকর্মীকে, উগ্র বামপন্থা প্রভাবিত এলাকাগুলিতে অনন্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে ১৫৫ জন পুলিশকর্মীকে এবং উত্তর পূর্বাঞ্চলে ওই একই সেবার জন্য ২৭ জন পুলিশকর্মীকে পদক দিয়ে সম্মানিত করা হচ্ছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের ২৫৬ জন পুলিশকর্মী, কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর ১৫২ জন জওয়ান, ভারত - তীব্বত সীমান্ত পুলিশের ২৩ জন জওয়ান সহ ওড়িশা পুলিশের ৬৭ জন, মহারাষ্ট্র পুলিশের ২৫ জন এবং ছত্তিশগড় পুলিশের ২০ জন কর্মী সাহসিকাতর (গ্যালান্ট্রি) স্বীকৃতি স্বরূপ পদক পাচ্ছেন। বাকি পুলিশকর্মীরা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সহ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী থেকে রয়েছেন।
রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এসআই অমরদীপ এবং কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর হেড কনস্টেবল কালে সুনীল দত্তাত্রেয় (মরণোত্তর)।
বিশিষ্ট সেবার জন্য পশ্চিমবঙ্গ থেকে রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী সোভেন ব্যানার্জী। কর্তব্যে বিচক্ষণতা ও পারদর্শিতার স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গ থেকে পদক জয়ী পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন -
শ্রী দেবন্দ্র প্রকাশ সিং, কমিশনার অফ পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশন, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
শ্রী দেবাশীস গঙ্গোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ট্রাফিক-১, হাওড়া পুলিশ কমিশনারেট।
শ্রী অভিজিত পাল চৌধুরী, ইন্সপেক্টর অফ পুলিশ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা।
শ্রী হেমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, ডেপুটি সুপারইনটেনডেন্ট অফ পুলিশ (আর্মড ব্রাঞ্চ), স্পেশালাইস্ট ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন, বাঁকুড়া।
শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য, ইন্সপেক্টর অফ পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা।
শ্রী অমরেশ ঘোষ, ইন্সপেক্টর অফ পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা।
শ্রীমতী কাকলী ঘোষ কুন্ডু, লেডি ইন্সপেক্টর, ইন্সপেক্টর ইন-চার্জ, বারুইপুর মহিলা পুলিশ থানা, বারুইপুর পুলিশ জেলা।
শ্রী সৈকত নিয়োগী, ইন্সপেক্টর অফ পুলিশ, দক্ষিণ শহরতলি ডিভিশন, কলকাতা।
শ্রী পল্লব হালদার, ইন্সপেক্টর অফ পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা।
শ্রী জাহাঙ্গির কবীর, সাব-ইন্সপেক্টর, শিয়ালদা সরকারি রেল পুলিশ।
শ্রী কালীপ্রসাদ চক্রবর্তী, সাব-ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ), অফিসার ইন-চার্জ, ডিপার্টমেন্টাল স্টোর, মালদা।
শ্রী নিতাই দত্ত, সাব-ইন্সপেক্টর, ডিজি ব্লক, সেক্টর-২, সল্টলেক, কলকাতা।
শ্রী প্রতাপ কুমার বিশ্বাস, কনস্টেবল, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা।
শ্রী রঞ্জন রুদ্র, সাব-ইন্সপেক্টর, অফিস ইন-চার্জ, সোদপুর সাব-ট্রাফিক গার্ড, সোদপুর।
শ্রী সুকুমার মুখার্জী, কনস্টেবল, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা।
শ্রী গৌতম দর্জি, কনস্টেবল, স্পেশাল আর্মড পুলিশ ফোর্স ব্যাটেলিয়ন, কসবা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
শ্রী কৃষ্ণপদ সর্দার, কনস্টেবল, নামখানা পুলিশ স্টেশন, সুন্দরবন পুলিশ জেলা।
শ্রী বিষ্ণু বিশ্বকর্মা, পুলিশ ড্রাইভার, এসপি অফিস, ইসলামপুর পুলিশ জেলা।
শ্রী দেবাশীস রৌয়ুথ, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অফ পুলিশ, সাউথ ডিভিশন, কলকাতা।
শ্রীমতী স্নেহা দাস, লেডি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, সিআইডি (পশ্চিমবঙ্গ), ভাবনী ভবন, আলিপুর, কলকাতা।
CG/BD/AS/
(Release ID: 1745839)
Visitor Counter : 281