পর্যটনমন্ত্রক

অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে পর্যটন মন্ত্রক ১২ পর্বের একটি সিরিজের সূচনা করবে, যার মাধ্যমে অতূল্নীয় ভারতের উদ্দেশে ভার্চুয়াল যাত্রা করানো হবে

Posted On: 13 AUG 2021 4:34PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ই আগস্ট, ২০২১

 

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে ১৪ই আগস্ট শনিবার বেলা ১টা ৩০ মিনিটে পর্যটন মন্ত্রকঅ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনির্ভাসিটিজের সহায়তায়  ১২ পর্বের একটি সিরিজের সূচনা করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এর মাধ্যমে অতুল্য ভারতের উদ্দেশে ভার্চুয়াল যাত্রা করবেন। কেন্দ্রীয় পর্যটনসংস্কৃতি  উত্তর – পূর্বাঞ্চলের উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শিক্ষা  দক্ষতা বিকাশ এবং শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে “ইন্ডিয়া@৭৫- জার্নি” শীর্ষক ২০ মিনিটের একটি চলচ্চিত্রের লাইভ স্ট্রিমিং করা হবে। অনুষ্ঠানের শেষে  চলচ্চিত্রের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হবে।  অংশগ্রহণকারীদের একটি শংসাপত্র দেওয়ার পাশাপাশি  ১০০০ জন দ্রুত উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে।  

পর্যটন মন্ত্রক১২ই মার্চ থেকে আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হেরিটেজ ওয়াকওয়াকাথনসাইকেল র‍্যালিছবি প্রদর্শনীপুতুল নাটকছবি আঁকার প্রতিযোগিতা এবং ফেসবুকইউটিউব ইত্যাদি জায়গায় সরাসরি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।

অতূলনীয় ভারতের পথে  যে ১২টি পর্বের মাধ্যমে দর্শকদের নিয়ে যাওয়া হবেতার মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সকলকে সচেতন করা হবে।   

এআইইউ –এর সদস্য হিসেবে প্রথাগত বিশ্ববিদ্যালয় ছাড়াও মুক্ত বিশ্ববিদ্যালয়ডিমড ইউনির্ভাসিটি এবং জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বাংলাদেশভুটানকাজাকস্তানমালেশিয়ামরিশাস,নেপালথাইল্যান্ডসংযুক্ত আরব আমিরশাহী এবং ব্রিটেনের ১৩টি বিশ্ববিদ্য়ালয় এআইইউ –এর সদস্য।  

১৪ই আগস্ট বেলা ১টা বেজে ৩০ মিনিটে সম্প্রচারিত জুম অ্যাপের মাধ্যমে যোগ দিতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন - https://digitalindia-gov.zoom.us/j/93312769334এর পাসকোড হল 900336

অনুষ্ঠানের শেষে আয়োজিত ওয়েবিনারের পর যে প্রশ্নোত্তর প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছেসেখানে যুক্ত হতে চাইলে এই  লিঙ্কে ক্লিক করুন - https://quiz.mygov.in/quiz/india75-a-journey/  অতুল্য ভারতের ফেসবুক লিঙ্ক হল - Facebook - https://www.facebook.com/incredibleindia/ আর ইনস্ট্রাগ্রাম  - https://instagram.com/incredibleindia?igshid=v02srxcbethv

                                      

CG/CB/SFS


(Release ID: 1745632) Visitor Counter : 230


Read this release in: English , Urdu , Hindi , Marathi