প্রতিরক্ষামন্ত্রক
‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের সূচনা করেছেন
Posted On:
13 AUG 2021 4:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ই আগস্ট, ২০২১
স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে আজাদি কা অমৃত মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকের সশস্ত্র বাহিনী সহ অন্যান্য সংগঠন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে । প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৩ই আগস্ট ভার্চুয়ালী অনুষ্ঠানগুলির সূচনা করেছেন। এই উপলক্ষ্যে মন্ত্রী সশস্ত্র সেনাবাহিনী এবং মন্ত্রককে দেশজুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর মধ্য দিয়ে জনসাধারণের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ হবে। প্রতিটি অনুষ্ঠান ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্য ভাব ধারা অনুসরণ করবে।
মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষায় যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম, ৭৫এর ধারণা, ৭৫ বছর পূর্তিতে জাতির অর্জন, ৭৫ বছরের জন্য পরিকল্পনা এবং ৭৫ বছরের জন্য সিদ্ধান্ত গ্রহণ – এই ৫টি বিষয়ের উপর ভিত্তি করে দেশের উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে হবে। মন্ত্রী বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ , কিন্তু যে কোনো চ্য়ালেঞ্জের সে সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা রাখে। আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অস্ত্র আমদানীর উপর নির্ভরশীলতা কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর নেতৃত্ব দানের কথা উল্লেখ করেন। আজ প্রতিরক্ষা মন্ত্রী যে অনুষ্ঠানগুলির সূচনা করেছেন, সেগুলি হল – দেশের বিভিন্ন স্থানে সীমান্ত সড়ক সংগঠনের ৭৫টি দল জাতীয় পতাকা উত্তোলনের জন্য রওনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বিশ্বের সর্বোচ্চ সড়ক উমলিংলা পাসে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন । পূর্ব লাদাখে এই গিরিপথটি সমুদ্র পৃষ্ঠ থেকে ১৯,৩০০ ফুট উঁচুতে। এছাড়াও অটল সুড়ঙ্গ, রোটাং পাস এবং উত্তর – পূর্বের ঢোলা সাদিয়া সেতুর উপরেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ১৫ই আগস্ট দেশের ১০০টি দ্বীপে জাতীয় পতাকা উত্তোলন করবে। বাহিনীর সদস্যদের ঐ দ্বীপগুলিতে যাত্রার সূচনাও প্রতিরক্ষা মন্ত্রী করেছেন। সেনা বাহিনীর সদস্যরা ৭৫টি গিরিপথে পর্বতারোহন করবেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর ৮২৫টি দল ৮২৫টি মূর্তি পরিস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। সাহসিকতার পুরস্কার প্রাপকদের শ্রদ্ধা জানাতে একটি ওয়েবসাইটের সূচনা করা হয়েছে। https://www.gallantryawards.gov.in/ - এই সাইটে ক্লিক করলে সাহসিকতার পদক প্রাপকদের সঙ্গে মতবিনিময় করা যাবে। শ্রী সিং ডিডস অফ গ্যালেন্ট্রি বইটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এই বইতে ২০টি যুদ্ধের কথা উল্লেখ আছে, যেখানে ভারতীয় সৈন্যদের শৌর্য্য প্রতিফলিত। প্রাক্তন সেনাকর্মীদের জন্য জন সম্পর্ক অভিযানের সূচনা করা ছাড়াও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিজ্ঞানীদের একটি দল স্বাধীনতা দিবস দেশের সীমান্তবর্তী গ্রামগুলিতে উদযাপন করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও ৬২টি ক্যান্টনমেন্টে ৭৫টি জলাশয়কে পুনরুজ্জীবিত করা হবে।
CG/CB/SFS
(Release ID: 1745630)
Visitor Counter : 286