পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী পুরুষ হকি দলের ১১ জন পিএসপিবি খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়েছেন শ্রী হরদীপ সিং পুরী

Posted On: 13 AUG 2021 6:12PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩  অগাস্ট, ২০২১

 

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী আজ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলের ১১ জন খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়েছেন । এই ১১ জন খেলোয়াড় পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ড (পিএসপিবি)-র হকি ক্রীড়াবিদ । তারা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত রয়েছেন । এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলিও উপস্থিত ছিলেন । 

এদিন অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করে শ্রী পুরী জানান, ৪১ বছর পর ভারতের হকি তারকারা ব্রোঞ্জ পদক জিতেছে, যা দেশের কাছে এক গৌরবময় অধ্যায় । তিনি এই ১১ জন খেলোয়াড়ের প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন । মন্ত্রী আরও জানান, টোকিও অলিম্পিকে অসাধারণ সাফল্যের জন্য এই খেলোয়াড়দের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি আউট অফ টার্ন পদোন্নতি দেওয়া হবে । শ্রী পুরী বলেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক হকি ক্ষেত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে । তিনি বলেন, পেট্রোলিয়াম স্পোর্টস প্রোমোশন বোর্ড (পিএসপিবি) ১৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থার সহযোগিতায় ক্রীড়াক্ষেত্রের উন্নতি সাধনে এবং খেলোয়াড়দের বৃত্তি প্রদানে ও উৎসাহ যোগাতে নিরন্তর কাজ করে চলেছে । এরই ফলস্বরূপ পেট্রোলিয়াম ক্ষেত্র থেকে এবছর টোকিও অলিম্পিকে ৬টি শাখায় ২২ জন খেলোয়াড় অংশ নিয়েছেন । শ্রী পুরী আরও জানান যে, ভারতীয় খেলোয়াড়রা তাদের সেরা দক্ষতার পরিচয় দিয়েছে । আগামী দিনে অলিম্পিকে আরও পদক আসবে বলেও আশাপ্রকাশ করেন তিনি । মহিলা হকি দল যেভাবে দক্ষতার পরিচয় দিয়েছে, তার জন্যও তিনি অভিনন্দন জানান । খেলোয়াড়দের এই প্রচেষ্টায় সরকার পূর্ণ সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন মন্ত্রী । 

অনুষ্ঠানে উপস্থিত শ্রী তেলি বলেন, হকি দেশের একটি জনপ্রিয় খেলা । এখন গ্রাম থেকে শহর সর্বত্রই এই খেলা প্রসার লাভ করেছে । তিনি বলেন, ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল উভয়ই দেশের জন্য সম্মান অর্জন করেছে । অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব শ্রী তরুণ কাপুর ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

 

CG/SS/RAB


(Release ID: 1745624) Visitor Counter : 192


Read this release in: English , Hindi , Punjabi , Tamil