আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
নগরোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত পণ্যের বিপণনের জন্য 'সোনচিরাইয়া' ব্র্যান্ড চালু করা হয়েছে
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫.৭ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠন করা হয়েছে যার সদস্য সংখ্যা ৬০ লক্ষ
Posted On:
13 AUG 2021 4:57PM by PIB Kolkata
নতুন দিল্লি,১৩ আগষ্ট, ২০২১
কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী দুর্গা শংকর মিশ্র আজ স্বনির্ভর গোষ্ঠী উৎপাদিত পণ্যের বিপণনের জন্য 'সোনচিরাইয়া' নামে একটি ব্র্যান্ড এবং লোগোর সূচনা করেছেন।
এর সূচনা করে তিনি বলেন যে, মহিলাদের আর্থিকভাবে ক্ষমতায়ন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সহায়তা করা সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে।
নগরোন্নয়ন মন্ত্রকের অধীন দীনদয়াল অন্তদয় যোজনা- ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন-এর মাধ্যমে শহরের দরিদ্র মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতি নজর দেয়া হয়েছে, যাতে তাঁরা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারে। সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৫.৭ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যার সদস্য সংখ্যা প্রায় ৬০ লক্ষ। এইসব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মূলত হস্তশিল্প, বস্ত্র বা খেলনা উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করেন। এইসব পণ্য সামগ্রী মূলত স্থানীয় বাজারে বিপণন এর ব্যবস্থা করা হয়। কিন্তু বৃহত্তর বাজার ধরতে রীতিমতো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার সমাধান করতে মন্ত্রকের পক্ষ থেকে অগ্রণী ই- কমার্স পোর্টাল অ্যামাজন এবং ফ্লিপকার্টের সঙ্গে সমঝোতা পত্র স্বাক্ষর করেছে। উদ্দেশ্য, মহিলাদের ক্ষমতায়ন।
করোনা জনিত অতিমারি পরিস্থিতিতেও প্রায় পাঁচ হাজার স্বনির্ভর গোষ্ঠীর তৈরি ২ হাজার পণ্য সামগ্রী এই ই-কমার্স পোর্টাল মারফত ২৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিপণনের ব্যবস্থা করা হয়েছে।
CG/ SB
(Release ID: 1745623)
Visitor Counter : 243