অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

বেরিলির সঙ্গে মুম্বাইকে যুক্ত করে নতুন উড়ানের আজ সূচনা হয়েছে

উড়ানের সূচনা হওয়ায় পর্যটন, শিক্ষা, শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত সুযোগ-সুবিধার সৃষ্টি হবে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Posted On: 12 AUG 2021 3:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ আগস্ট, ২০২১

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডক্টর ভি কে সিং এবং বেরিলির সাংসদ শ্রী সন্তোষ গাংগুয়ার আজ উত্তরপ্রদেশের বেরিলি থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত নতুন উড়ান পরিষেবার ভার্চুয়াল মাধ্যমে সূচনা করেছেন।
এই ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব শ্রী প্রদীপ সিং খারোলা, যুগ্ম সচিব শ্রীমতি ঊষা পাধি সহ এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বেরিলিতে এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের বিমান পরিবহন মন্ত্রী শ্রী নন্দগোপাল গুপ্তা ছাড়াও তিন বিধায়ক ডক্টর অরুণ কুমার, শ্রী ভরন লাল মৌর্য, শ্রী রাজেশ কুমার মিশ্র এবং বেরিলির জেলাশাসক শ্রী নিতিশ কুমার সহ উত্তর প্রদেশ সরকারের পদস্থ আধিকারিকরা।
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী মাধব রাও সিন্ধিয়া এই উড়ান পরিষেবার সূচনা করে বলেন, দেশে অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। বেরিলি থেকে মুম্বাই রুটে আজ যে উড়ান পরিষেবার সূচনা হয়েছে এবং আগামী ১৪ আগস্ট বেরিলি থেকে ব্যাঙ্গালোর- এর মধ্যে যে উড়ান পরিষেবার সূচনা হবে তাতে কেবল যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন হবে না। এর পাশাপাশি, পর্যটন, শিক্ষা, শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত সুযোগ-সুবিধার সৃষ্টি হবে। এছাড়াও, আগামী ২৬ আগস্ট থেকে দিল্লি এবং বেরিলির মধ্যে উড়ান চলাচলের সংখ্যা বাড়ানো হচ্ছে। বেরিলি থেকে দিল্লির মধ্যে এই সরাসরি উড়ান পরিষেবা বৃদ্ধির ফলে বেরিলি ছাড়াও নৈনিতাল এবং রানীক্ষেত অঞ্চলের মানুষ উপকৃত হবেন।
আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা "উডে দেশ কা আম নাগরিক"(উডান) প্রকল্প অনুযায়ী বেরিলি বিমানবন্দরকে আধুনিকীকরণ করে বাণিজ্যিকভাবে বিমান চলাচলের উপযুক্ত করে গড়ে তোলা হয়েছে।
২০২১ সালের ৮ মার্চ থেকে এই বিমানবন্দর উডান প্রকল্পে ৫৬ তম বিমান বন্দর হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, দিল্লি- বেরিলি রুটে সমস্ত ক্রু-ই মহিলা। মুম্বাই হচ্ছে দ্বিতীয় শহর, যা বেরিলি থেকে সরাসরি উড়ান যোগাযোগ হচ্ছে। এছাড়া বেরিলি থেকে তৃতীয় সরাসরি যোগাযোগ হবে ব্যাঙ্গালোরের মধ্যে।
উত্তরপ্রদেশের অষ্টম বিমানবন্দর হচ্ছে এই বেরিলি। এই রাজ্যে বাকি সাতটি বিমানবন্দর রয়েছে লখনৌ, বারানসী, গোরখপুর, কানপুর, হিন্ডন, আগ্রা এবং প্রয়াগরাজ। বেরিলি বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ৬৫ কোটি টাকা ব্যয় করেছে। ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা বেশকিছু জমিও এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে হস্তান্তর করা হয়েছে।
বেরিলির নাথনাগরী হিসাবে খ্যাত চারটি শিবমন্দির দর্শন করতে লক্ষ লক্ষ দর্শনার্থী সেখানে যান। এ ছাড়াও বহু ঐতিহাসিক স্থান সেখানে রয়েছে।
কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জানান, উডান প্রকল্পে এ পর্যন্ত দেশের ৫৯ টি বিমানবন্দর থেকে মোট ৩৬৩ টি রুটে উড়ান চলাচল করে।

CG/ SB

 



(Release ID: 1745227) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi , Tamil