পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

দেশে সিএনজি পরিষেবা বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপ

Posted On: 11 AUG 2021 2:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ অগাস্ট, ২০২১

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রমেশ্বর তেলি জানিয়েছেন যে, দেশে কম্প্রেসড প্রাকৃতিক গ্যাস (সিএনজি)-র বিষয়ে উৎসাহ দানে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে । চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ১৫টি সিএনজি স্টেশন স্থাপন করা হয়েছে । পাশাপাশি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক পর্ষদ সিএনজি স্টেশন তৈরি সহ নগর গ্যাস বিতরণ ব্যবস্থাপনার সামগ্রিক উন্নতি সাধনে কাজ করে চলেছে । আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে দেশে মোট ৮,১৮১টি সিএনজি স্টেশন গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন ।

CG/SS/RAB


(Release ID: 1744962)
Read this release in: English , Urdu , Punjabi , Gujarati