অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

বিমানবন্দরের সম্প্রসারণের জন্য গৃহীত ব্যবস্থা

Posted On: 11 AUG 2021 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১ আগস্ট, ২০২১

বড় বড় শহরগুলির বিমান বন্দর সহ দেশের বিভিন্ন বিমান বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ অথবা বিভিন্ন বিমান বন্দরের পরিচালন সংস্থা প্রতিনিয়ত করে চলেছে। বাণিজ্যিক চাহিদা, বিমান পরিবহণের পরিমাণ বৃদ্ধি, জমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করে এই কাজ করা হয়। এর জন্য রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়। বিভিন্ন চাহিদার বিষয় বিবেচনা করে দিল্লী, চেন্নাই, কলকাতা, বেঙ্গুলুরু এবং হায়দ্রাবাদ বিমান বন্দরে এখন বিভিন্ন ধরণের সম্প্রসারণের কাজ চলছে। দিল্লী বিমান বন্দরের এক ও তিন নম্বর টার্মিনালের সম্প্রসারণ ও চতুর্থ রানওয়ে নির্মাণ করা হচ্ছে। চেন্নাই বিমান বন্দরের সুসংহত টার্মিনাল বিল্ডিং-এর পুনর্নিমাণের কাজ চলছে। কলকাতা বিমান বন্দরের টেকনিক্যাল ব্লক, এটিসি টাওয়ার, হ্যাঙার নির্মাণ এবং বিমান বন্দরের ক্ষমতা বৃদ্ধির কাজ চলছে। বেঙ্গালুরু বিমান বন্দরের দু নম্বর টার্মিনালের নির্মাণ কাজ চলছে। হায়দ্রাবাদ বিমান বন্দরে যাত্রীদের জন্য ব্যবহৃত টার্মিনালের সম্প্রসারণ ছাড়াও বিমান ওঠা-নামার পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।
রাজ্যসভায় শ্রী কে জে অ্যালফলসিন-এর এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ডঃ ভি কে সিং।

CG/CB /NS



(Release ID: 1744878) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Telugu